786.ariful.islam.bd
2021-06-01, 06:42 AM
করোনা মোকাবিলা করে দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে চীনের অর্থনীতি। তবে করোনার আগেই কাঠামোগত চ্যালেঞ্জের মুখে পড়েছে তারা। এখন দেশটির সামনে নানা চ্যালেঞ্জ। তার মধ্যে অন্যতম ক্রমবর্ধমান বয়স্ক জনগোষ্ঠী, কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাওয়া ও ক্রমবর্ধমান মজুরি। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে দেশটি যে সমাধান খুঁজে নিয়েছে, তা হলো অটোমেশন। দেশটির বড় শিল্পপ্রতিষ্ঠানগ লোও এখন সেই পথে হাঁটছে। ফলে দ্রুত বদলে যাচ্ছে প্রতিষ্ঠানগুলোর কর্মপরিবেশ।
সম্প্রতি বিএনসিসির এক প্রতিবেদক চীনের বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান জেডি ডট কমের কারখানা ঘুরে এসেছেন। বিশাল এই প্রতিষ্ঠান দিনে ১৪ লাখ ক্রয়াদেশ বা অর্ডার সরবরাহ করতে পারে। আর তাতে যন্ত্র এখন বেশ কাজে লাগছে। সেখানকার কর্মীরা বলছেন, অটোমেশনের পর এখন গুদামে অর্ধেক শ্রমিকের কাজ যন্ত্র করে দিচ্ছে।
14534
সম্প্রতি বিএনসিসির এক প্রতিবেদক চীনের বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান জেডি ডট কমের কারখানা ঘুরে এসেছেন। বিশাল এই প্রতিষ্ঠান দিনে ১৪ লাখ ক্রয়াদেশ বা অর্ডার সরবরাহ করতে পারে। আর তাতে যন্ত্র এখন বেশ কাজে লাগছে। সেখানকার কর্মীরা বলছেন, অটোমেশনের পর এখন গুদামে অর্ধেক শ্রমিকের কাজ যন্ত্র করে দিচ্ছে।
14534