PDA

View Full Version : পানিতে হাইব্রিড গাড়ী চালানো



Montu Zaman
2021-06-03, 10:49 AM
14570
আজকের বৃষ্টির পর ঢাকায় অনেক জায়গায় জলাবদ্ধতা তৈরি হওয়ার কারণে অনেকেই মনেই আজকে এই প্রশ্নটি উঠেছে যে, হাইব্রিড গাড়িতে থাকা ইলেকট্রিক মোটরটি কি পানির মধ্যে দিয়ে গাড়ি চালালে নষ্ট হয়ে যাবে?
উত্তর হলো : না, নষ্ট হবে না। এখন, কিছু ব্যাপার আছে এখানে। প্রথমত পানিতে না নামিয়ে পারলে নামাবেন না।
যদি নামতেই হয়,
১. গাড়ী l অথবা b গিয়ারে রাখবেন।
২. ৩ কিমি/ঘন্টা স্পিডে রাখবেন, দ্রুত পার হতে জোরে চালাতে যাবেন না।
৩. সামনের চাকা পানি থেকে বেরিয়ে আসলে আস্তে আস্তে স্পিড এ আসবেন। ধুম করে টান দিবেন না।
এবার আসি হাইব্রিড আর নন-হাইব্রিডের ব্যাপারে। পানিতে হাইব্রিড গাড়ী নন-হাইব্রিডের চেয়ে বেশি সেইফ। ব্যাটারি এবং হাই-ভোল্টেজ লাইন ওয়াটার-প্রুফ হিসেবে সিলড থাকে। কিন্তু যদি এক্সপার্ট জায়গায় গাড়ির সার্ভিসিং না করাতে গিয়ে যেন-তেন ওয়ার্কশপে কাজ করান, তাহলে সেই মিস্ত্রিরা ঠিকভাবে সিল না লাগিয়ে দিলে বিপদ হবে আর গাড়ি হাইব্রিড হোক আর নন-হাইব্রিড, সাইলেন্সার পাইপে যেন পানি না ঢোকে। এগুলো সেইফ রাখতে পারলে হাইব্রিড গাড়ী পুরোপুরি সেইফ জলাবদ্ধতার মধ্যে। দুনিয়ার সব হাইব্রিড গাড়ি ও ইলেকট্রিক গাড়িকে বাজারে আসার আগে সরকারি টেস্টে প্রমাণ দিতে হয় যে চরম আবহাওয়া যেমন বন্যা বা তুষারপাতে যেন গাড়ি নষ্ট না হয়ে যায়, তাই আমরা যেই গাড়িই কিনি সেটা বুঝবেন যে পরীক্ষিত।