View Full Version : মূলধন দক্ষতার উন্নতি
Sakib42
2021-06-03, 11:28 PM
উদাহরণস্বরূপ, যদি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটি ১০০০ ডলার হয় এবং আপনি ১: ১০০ লিভারেজ ব্যবহার করছেন তবে আপনার হ্যান্ডেল করতে আসলে ১০০.০০০ ডলার। এর অর্থ হ'ল একাধিক ব্যবসায়ের সরঞ্জামগুলিতে আপনার আরও ট্রেড খোলার এবং যুক্ত ঝুঁকি সুরক্ষার জন্য অতিরিক্ত হেজিং কৌশল প্রয়োগ করার সুযোগ পাবেন। এটি আপনাকে আপনার পোর্টফোলিওকে বৈচিত্র্যময় করতে, ঝুঁকি হ্রাস করতে এবং লাভ করার সম্ভাবনা বাড়িয়ে তুলবে।
EmonFX
2021-06-04, 04:11 PM
ফরেক্স ট্রেডিং করার জন্য অবশ্যই বড় মূলধনের দরকার রয়েছে। বড় মূলধন একজন ট্রেডার কে দক্ষ হতে সুযোগ করে দেয়। আমি যেহেতু বোনাস একাউন্ট ইউজ করছি সেহেতু লিভারেজ ১:৫০ ব্যবহার করছি। বোনাস একাউন্ট এর ক্ষেত্রে লিভারেজ ১:৫০ ব্যবহার করাই সমীচীন। আপনি যদি রিয়েল অ্যাকাউন্ট ব্যবহার করেন তাহলে লিভারেজ ১:২০০ থেকে ১:১০০০ পর্যন্ত ব্যবহার করতে পারেন। আর আমার বর্তমান মূলধন ৫০০ ডলার, যেটা দিয়ে বর্তমানে ট্রেডিং করছি। তবে আমি ট্রেডিং করে এখন পর্যন্ত তেমন কোনো সফলতা পায়নি। অক্টোবর মাসে কিছু প্রফিট করতে পেরেছিলাম। কিন্তু নভেম্বর মাসে কোন প্রফিট করতে পারিনি, এমনকি অনেক লসের মধ্যে আছি। আশা করছি খুব শীঘ্রই লস থেকে বের হয় প্রফিট করতে পারবো। শুরুতে কেউই ফরেক্সে প্রফিট করতে পারেনা, আমিও এর ব্যতিক্রম নই। তাই এখন আমি ট্রেডিং করে নিজের ফরেক্স দক্ষতা এবং অভিজ্ঞতা বাড়ানোর প্রতি বেশি গুরুত্ব দরি।
Starship
2021-06-04, 08:23 PM
ফরেক্সে মূলধন টিকিয়ে রাখা দক্ষতা প্রথম হওয়া উচিত। কেননা আমরা যতই মূলধন টিকিয়ে রাখতে না পারি তাহলে ট্রেডিং করে প্রফিট করতে পারবো না। মূলধন টিকিয়ে রেখে ট্রেড করেন একজন অভিজ্ঞ ও দক্ষ ট্রেড করে থাকেন। বিশেষ করে যেসকল নতুন ফরেক্স ট্রেডার তাদেরই এই বিষয়ে পর্যাপ্ত সময় দেওয়া উচিত নিজের দক্ষতা এবং অভিজ্ঞতা বৃদ্ধির ক্ষেত্রে। আমি ট্রেড করার পূর্বে যথাযথভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করে থাকি এতে করে আমার ব্যালেন্স নিরাপদ থাকে।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.