View Full Version : ব্যালেন্স জিরো হওয়া থেকে বেঁচে ফিরলাম
Starship
2021-06-04, 08:46 PM
অল্পের জন্য ব্যালেন্স জিরো হওয়ার থেকে রক্ষা পেলাম। আমার মনে হয় কম বেশি সবাই এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। বার বার চেষ্টা করেও অতিরিক্ত লট নিয়ন্ত্রণ না করাটা বড় ব্যর্থতা। চেষ্টা চালিয়ে যেতে হবে।
আপনি তাওতো বেঁচে ফিরে আসতে পেরেছেন। আমার মনে হয় আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে বড় লটে ট্রেড করা। ছোট ছোট লটে ট্রেড করতে মন চায় না তাই অতিরিক্ত লাভের আশায় বড় লটে ট্রেড করে থাকি। পরিনাম উল্টো হয় একাউন্ট জিরো। আমার একাউন্ট জিরো হওয়ার পথে সবার কপাল ভালো হতে নাও পারে।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2026 vBulletin Solutions, Inc. All rights reserved.