PDA

View Full Version : করোনাভাইরাস একটা ফান্ডামেন্টাল ইস্যু



786.ariful.islam.bd
2021-06-05, 11:04 AM
ফান্ডামেন্টাল ইফেক্ট জানার দরকার আছে, তবে ফান্ডামেন্টাল জানার অভাবে একাউন্ট জিরো হয় এমনটা নয়, যারা অ্যাকাউন্ট জিরো করেছে তাদের ভিতর ৯৫ শতাংশ বাজে মানি ম্যানেজমেন্ট এবং সাইকোলজি দুর্বল ট্রেডার, যেমন করোনাভাইরাস, এটা একটা ফান্ডামেন্টাল ইস্যু কিন্তু এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে কমোডিটিস এবং অয়েল এর উপরে, কারেন্সির উপরে এর তেমন কোন প্রভাব নাই, কারণ কোন কারেন্সি পেয়ারি লং টাইম ট্রেন্ড করেনা, আপনি বলতে পারেন স্টক মার্কেটে বড় প্রভাব রয়েছে, যেখানে বড় বড় স্পেকুলাটরসরা, বড় বড় ইনভেস্টররা মার্কেটের প্রাইস কন্ট্রোল করে, সেখানে ফান্ডামেন্টাল কোন বড় ব্যাপার না।

Starship
2021-06-07, 11:51 AM
আপি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছেন। প্রকৃত পক্ষে ব্যালেন্স জিরো করার ক্ষেত্রে আমাদের সাইকোলজি এবং সঠিক মানি ম্যানেজমেন্ট ব্যবহার না করার মূল কারণ। যদিও করোনা ভাইরাসের কারণে ফান্ডামেন্টাল এর কারণে ক্রুড অয়েলের প্রাইস প্রথম অস্বাভাবিক ভাবে হ্রাস পায় এবং পরবর্তীতে তা বৃদ্ধি পেতে থাকে। এছাড়া গোল্ডের প্রাইস ভিত্তি করে এই ফান্ডামেন্টাল এনালাইসিসের কারণে। তাই আমাদের ট্রেড করার ক্ষেত্রে সাইকোলজি ও মানি ম্যানেজম্যান্ট সঠিকভাবে প্রয়োগ করতে হবে।