Log in

View Full Version : ফরেক্সে লেগে থাকলে অনেক কিছু করা সম্ভব



Starship
2021-06-06, 06:21 AM
ফরেক্সে ইতিপূর্বে কেউ একদিনে বা অল্প সময়ে সফল ট্রেডার হতে পারেনি ।সফল ট্রেডার হতে গেলে পর্যাপ্ত সময়ের প্রয়োজন। আপনার যদি ফরেক্সে একজন সফল ট্রেডার হওয়ার একান্ত আগ্রহ এবং ইচ্ছা থাকে তাহলে ফরেক্সে লেগে থাকতে হবে কবে সম্পর্কে দক্ষতা এবং অভিজ্ঞতা বৃদ্ধি করার মাধ্যমে একসময় সফল হতে পারবেন।

EmonFX
2021-06-06, 10:29 AM
কোনো কিছু অর্জন করার জন্য পূর্ণ ডেডিকেশন থাকলে তার রিওয়ার্ড একটু দেরিতে হলেও অবশ্যই পাওয়া যায়। ফরেক্সে আপনাকে শুরুতে কিছু লস করতেই হতে পারে তাই বলে ভেঙ্গে পড়া যাবে না, হতাশ হওয়া যাবে না। ফরেক্সে আপনি প্রতিটি ট্রেডে সফল হবেন এমন না। কিছু কিছুে ট্রেডে লস হতেই পারে। তাই বলে বসে থাকলে চলবে না, হাল ছেড়ে দেয়া যাবে না। লসের কারন অনুসন্ধান করুন। নিজেকে প্রশ্ন করুন, নিজেকে জবাবদিহীতার কাঠ গড়ায় দাড় করান। আমরা এমনটা অনেকেই করি না বিধায় নিজের ভুলগুলো ভুলই থেকে যায়।

আজ যারা ফরেক্স মার্কেটে সফল ট্রেডার তারা শুরুতেই সফল হতে পারেনি। অনেক ধৈর্য্য আর কঠোর পরিশ্রমের মাধ্যমে সফল হয়েছেন। শুরুর দিকে কিছু লস করতে হতে পারে তাই বলে হতাশ না হয়ে বরং আপনর ভুল গুলো খুজুন, দুর্বলতা খুঁজে বের করুন। যেখানে দুর্বলতা আছে সেখানে সংশোধন করুন। বেশি বেশি মার্কেট এনালাইসিস করুন, ডেমো প্রাকটিস করুন। সফলতার মূলে রয়েছে ডেমোতে ভালো করা। ডেমোতে ভালো করলে আপনি লাইভ ট্রেডেও ভালো করবেন এই বিশ্বাস রাখুন।

ভূলে গেলে চলবে না যে, আপনি যখন প্রথম হাটা শিখেছেন তখন বার বার হোচট খেয়েছেন আবার কারো সাহাহ্য নিয়ে উঠে দাড়িয়েছেন আবার হোচট খেয়েছেন আবারো চেস্টা করেছেন। এভাবে করেই এখন আপনি কারো সাহাহ্য ছাড়াই দাড়াতে পারেন। যেখানে আপনি দু’পা হাটতেই কতোজনের সাহায্য নিতে হয়েছে সেখানে আজ আপনি একাই বিশ্ব ভ্রমনের জন্য প্রস্তত। অনুরুপ ভাবে হতাশ না হয়ে ঘুরে দাড়ানোর চেস্টা করুন সফল একদিন আপনি হবেনই।

Mas26
2021-06-06, 11:24 AM
এটা আসলেই সত্যি কথা ফরেক্স মার্কেটে লেগে থাকলে আসলে অনেক কিছু করা সম্ভব।আসলে শুধু ফরেক্স মার্কেটই না আপনার জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনি যেকোনো কাজের পিছনেই সঠিকভাবে লেগে থাকতে পারলে আপনি সে কাজে সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। এবং ফরেক্স মার্কেট এ আপনি যদি লেগে থাকেন এবং কঠোর পরিশ্রম করেন ফরেক্স এ সময় ব্যয় করেন এবং অভিজ্ঞতা অর্জন করতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে পারবেন এবং এর জন্য আপনাকে ফরেক্স এর পেছনে লেগে থাকতে হবে।তাহলে ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করা সম্ভব হবে ইনশাল্লাহ।