Log in

View Full Version : প্রফিট হওয়া শুরু করলে নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে হবে



Starship
2021-06-06, 06:36 AM
এটি প্রায় নিত্যদিন অনেকের সঙ্গে হয়ে থাকে যে, যথাযথ মানি ম্যানেজমেন্ট প্রয়োগ করার মাধ্যমে আমরা যখন ফরেক্স ট্রেড করি তখন প্রফিট এর দেখা পায় কিন্তু ঠিক তখনই আমাদের মাঝে লোভ জাগ্রত হয়। আর এ লোভের কারণে মানি ম্যানেজমেন্ট ভুলে আমরা অতিরিক্ত রিস্ক নিয়ে ট্রেড করি যার ফলাফল খুবই ভয়াবহ এবং আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হয়।

EmonFX
2021-06-06, 10:07 AM
অতিরিক্ত লোক ফরেক্স সফলতার অন্তরায়। লোভকে নিয়ন্ত্রন না করতে পারলে তার জন্য ফরেক্স ব্যবসা নয়। ফরেক্সে হতাশান মূল কারন হলো লোভকে কন্ট্রোল করতে না পারা। যে যত বেশি লোভকে নিয়ন্ত্রন করতে পারবে ফরেক্সে সে ততবেশি সফলতা অর্জন করবে। ফরেক্সে ৯০% ট্রেডার ঝরে যায় শুধুমাত্র লোভকে নিয়ন্ত্র করতে না পেরে। দেখা যায় অনেকেই সপ্তাহের ৪ দিন ভালো প্রফিট করছেন ভেবে ৫ম দিন বড় ট্রেডে লট কিনতে গিয়ে লস করে ব্যলেন্স শুন্য করে ফেলেন। ৪ দিনে যা প্রফিট করছেন তা একদিনেই হারিয়ে হতাশ হয়ে পড়েন।

আবার দেখা যায় কেউ কেউ দ’একটি ট্রেডে লস করে তা পুষিয়ে নেয়ার জন্য বড় লট কিনে বসেন। ফলাফল ঐ একই, আবারো লস এবং ব্যালেন্স জিরো। তাই বলবো অবশ্যই ট্রেড করার আগে লোভ নিয়ন্ত্রন করে, অনেক এনালাইসিস ও ডেমো প্রাকটিস করে অভিজ্ঞতা অর্জন করে ট্রেড করুন। এই মার্কেটে লোভ নিয়ন্ত্রণ করতে না পারলে কখনো সফলতার দ্বারপ্রান্তে পৌঁছানো সম্ভব নয়।

Sakib42
2021-06-15, 11:59 PM
আমি একদম আপনার সাথে একমত। আমরা লাভ করে বসে থাকি কিন্তু আমাদের লোভকে নিয়ন্ত্রণ করতে পারিনা। প্রফিট করার পরেও অনেক সময় লোভের সম্মুখীন হয়ে পুনরায় আবার ট্রেডিং করে বসি এবং দেখা যায় যে সেই সময় মার্জিন কল খেতে হয় এবং সবকিছু হারিয়ে বসে থাকি। কিন্তু আমাদের এমন করলে চলবে না। যখন আমরা কোনো প্রফিট করব তখন আমাদের উচিত সেই প্রফিট কে কেটে দিয়ে উইথড্র করতে হবে।

Devdas
2021-07-19, 09:08 PM
প্রফিট করেই আয় করতে চাই ফরেক্স এ। আমরা তারাহুরা করে ফরেক্স এ ট্রেড করি লাভ করার জন্য তখনই আমাদের লোভ চলে আসে। আর ফরেক্স এ আমরা সবাই জানি যে লোভীদের ফরেক্স এ কোন স্থান নেই। যারা ফরেক্স এ লোভ করে আসবে তারাই ফরেক্স থেকে লস করবেন। তাই ফরেক্স এ লোভকে সামলে ফরেক্স এ করুন দেখবেন সাফলতা আসবেই।