PDA

View Full Version : যে দেশে প্রেসিডেন্ট নিজে বিটকয়েন চালু করছেন



Tofazzal Mia
2021-06-07, 05:33 PM
14601
মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে মানুষ লেনদেন করে মার্কিন ডলারে। বর্তমানে সেটাই সেখানে একমাত্র প্রচলিত মুদ্রা। তবে দ্বিতীয় বৈধ মুদ্রা হিসেবে বিটকয়েন চালুর প্রস্তাব করেছেন দেশটির প্রেসিডেন্ট। আর তা যদি বাস্তবায়িত হয়, তবে বিশ্বের প্রথম স্বাধীন রাষ্ট্র হিসেবে ডিজিটাল মুদ্রা বিটকয়েন চালুর ইতিহাস গড়বে এল সালভাদর। প্রেসিডেন্ট নায়িব বুকেলে ঘোষণাটি দেন ‘বিটকয়েন ২০২১’ সম্মেলনে। ডিজিটাল ওয়ালেট সেবাদাতা প্রতিষ্ঠান স্ট্রাইকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বিটকয়েনের মাধ্যমে নিজ দেশের আধুনিক আর্থিক অবকাঠামো তৈরি করতে চান তিনি। ধারণকৃত ভিডিওতে প্রেসিডেন্ট বলেন, ‘আগামী সপ্তাহে বিটকয়েনকে বৈধ মুদ্রা হিসেবে প্রচলনের জন্য কংগ্রেসে বিল উত্থাপন করব।’ যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ৪ ও ৫ জুন সম্মেলনটি অনুষ্ঠিত হয়। বিটকয়েনের সংক্ষিপ্ত ইতিহাসে সেটাই সবচেয়ে বড় সম্মেলন বলা হচ্ছে। একই সম্মেলনে ডিজিটাল মুদ্রা রাখার সেবা স্ট্রাইকের প্রতিষ্ঠাতা জ্যাক মলার্স বলেন, ‘বিটকয়েনের রিজার্ভ উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোকে মুদ্রাস্ফীতির ধাক্কা সামলানোর একটি পথ করে দেবে।’ এল সালভাদরের বেশির ভাগ মানুষ নগদ অর্থে লেনদেন করে। সেখানে কমবেশি ৭০ শতাংশ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড নেই। দেশটির জিডিপির ২০ শতাংশ আসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স থেকে। বিদেশ থেকে অর্থ আনতে গিয়েই যার ১০ শতাংশ পর্যন্ত খরচ পড়ে যায়। আর অর্থ হাতে পেতে সেখানে কয়েক দিন পর্যন্ত লেগে যেতে পারে।
সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সমস্যা হলো, বিটকয়েনের বিপক্ষে কোনো সম্পদের মজুত না থাকায় তাতে পূর্ণ আস্থা রাখা কঠিন। এর পেছনে কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণব্যবস্থ ও নেই। এর মূল্য ওঠানামায় বড় ভূমিকা রাখে দুষ্প্রাপ্যতা। কারণ সব মিলিয়ে বিটকয়েনের পরিমাণ মোটে ২ কোটি ১০ লাখ।
এত বড় পরিসরের কাজটি এল সালভাদর কীভাবে করবে, তা নিয়ে বিস্তারিত জানা যায়নি। তবে এই খাতে নেতৃস্থানীয় কয়েকজনকে নিয়ে দল গঠন করে দেশটির নতুন আর্থিক ব্যবস্থা গঠনের পরিকল্পনা বলে জেনেছে সিএনবিসি।
এল সালভাদরের বিধানসভায় বুকেলের নিউ আইডিয়া পার্টির নিয়ন্ত্রণ আছে। সুতরাং ধরে নেওয়া যায় তাঁর বিলটি পাস হয়ে যাবে।
বিটকয়েন নিয়ে এল সালভাদরের এটাই প্রথম বড় উদ্যোগ নয়। গত মার্চে সেখানে মুঠোফোন অ্যাপ চালু করে স্ট্রাইক। দ্রুত দেশটির সবচেয়ে বেশি নামানো অ্যাপের তালিকায় উঠে যায় সেটি।

SUROZ Islam
2021-06-10, 10:51 AM
14633
বিটকয়েন গ্রহন করার সম্ভাব্য পরিণতি সম্পর্কে আন্তর্জাতিক মূদ্রা তহবিল সতর্ক করার পরও দেশটির আইনপ্রণেতারা এ বিষয়ে আনা বিল ৮৪-৬২ ভোটে পাশ করেছেন। বিটকয়েনের সুবিধা নিয়ে বুকেলে বেশ কিছুদিন ধরেই বলে আসছিলেন। বিশেষ করে, তিনি বলেন, দেশটির প্রবাসী নাগরিকদের জন্য এ পদ্ধতিতে দেশে অর্থ পাঠানো সহজ হবে। দেশে মার্কিন ডলারও বৈধ মুদ্রা হিসেবে চালু থাকবে বলে তিনি নিশ্চয়তা দিয়েছেন।“এর মাধ্যমে আর্থিক অন্তর্ভূক্তিতা আসবে, দেশের জন্য বিনিয়োগ, পর্যটন, উদ্ভাবন, অর্থনৈতিক উন্নয়ন আসবে” - দেশটির কংগ্রেসে বিলটি ভোটে দেওয়ার আগে এ বিষয়ে টুইট করেন বুকেলে। কংগ্রেসে বুকেলের দল এবং এর মিত্ররাই সংঘ্যাগরিষ্ঠ অংশ। তিনি আরও বলেন, বিটকয়েনের ব্যবহার হবে ঐচ্ছিক এবং এর ফলে গ্রাহকের জন্য কোনো ঝুঁকি থাকবে না। ৯০ দিনের মধ্যে এই বিল আইনে পরিণত হবে।যখনই কেউ বিটকয়েন কিনবেন বা বিক্রি করবেন, তাকে ওই সময়ের বাজার দর হিসেবে সঠিক মূল্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট। মার্কিন ডলারনির্ভর এল সালভাদরের অর্থনীতি অনেকটাই প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর নির্ভর করে। প্রবাসীদের পাঠানো বছরে গড়ে ছয়শ' কোটি ডলার দেশটির জিডিপি'র প্রায় এক পঞ্চমাংশের যোগান দেয়, অনুপাত হিসেবে যা বিশ্বে অন্যতম সর্বোচ্চ। অভিজ্ঞরা বলছেন, দেশটি যখন আন্তর্জাতিক মূদ্রা তহবিলের কাছে এক বিলিয়ন ডলারের প্রকল্প চাইছে, তখন এই সিদ্ধান্ত ওই প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে।

Rassel Vuiya
2021-06-28, 12:43 PM
এল সালভাদরে ৭ সেপ্টেম্বর চালু হচ্ছে বিটকয়েন লেনদেন। প্রেসিডেন্ট নাইব বুকেলে ঘোষণা করেছেন, সম্প্রতি পাস হওয়া বিটকয়েন আইন ৭ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। তিনি উল্লেখ করেছেন, এর ব্যবহার হবে ঐচ্ছিক। এরই মধ্যে দেশটির কংগ্রেস বুকেলের ক্রিপ্টোকারেন্সি ে বৈধ মুদ্রা হিসেবে গ্রহন করার বিল অনুমোদন করেছে। এর ফলে, এল সালভাদর বিশ্বের প্রথম দেশ হিসেবে বিটকয়েনকে আইনসম্মত মুদ্রা হিসেবে গ্রহণ করছে।
http://forex-bangla.com/customavatars/732162865.jpg
"বিটকয়েনের ব্যবহার ঐচ্ছিক হবে, কেউ বিটকয়েন না চাইলে পাবে না ... যদি কেউ বিটকয়েনে অর্থ প্রদান করে তবে তারা স্বয়ংক্রিয়ভাবে ডলারে এটি পেতে পারে," বুকেলে বলেন বলে জানিয়েছে রয়টার্স। বুকেলে যোগ করেন, বেতন ও পেনশন মার্কিন ডলারে প্রদান করা অব্যাহত থাকবে। 'এথেনা বিটকয়েন' নামের প্রতিষ্ঠানটি বলেছে, তারা এল সালভাদরে প্রায় দেড় হাজার ক্রিপ্টোকারেন্সি এটিএম ইনস্টল করার জন্য এক মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগের পরিকল্পনা করেছে, বিশেষ করে যেখানে বাসিন্দারা বিদেশ থেকে রেমিটেন্স পান। এথেনা বিটকয়েনের ওয়েবসাইট অনুসারে, এটিএমগুলি বিটকয়েন কিনতে বা নগদে বিক্রি করতে ব্যবহার করা যাবে।
বুকেল বলেন, "বিটকয়েন আইন পাস করার অন্যতম কারণ হচ্ছে যারা রেমিটেন্স প্রেরণ করে তাদের সাহায্য করা," তিনি বলেন, ঐতিহ্যগতভাবে দেশে অর্থ পাঠানোর উচ্চ কমিশন ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে দূর করা হবে। দেশটির অর্থনীতি প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর নির্ভরশীল। এল সালভাদরের জিডিপি'র শতকরা ২০ ভাগ আসে দেশটির ২০ লাখের বেশি প্রবাসীর পাঠানো বার্ষিক প্রায় চারশ' কোটি ডলার থেকে। 'অটোনোমাস রিসার্চে'র মার্কিন পেমেন্ট এবং ফিনটেক বিশ্লেষক কেনেথ সুকোস্কির মতে, বিশ্বব্যাপী আন্তঃসীমান্ত রেমিটেন্সের শতকরা এক ভাগেরও কম বর্তমানে ক্রিপ্টোকারেন্সি ে রয়েছে। কিন্তু ভবিষ্যতে এটি বছরে ৫০০ বিলিয়ন ডলারের বাজারে পারিণত হবে বলে অনুমান রয়েছে।

Tofazzal Mia
2021-09-09, 06:09 PM
এল সালভাদরে প্রথম দিনেই নানা জটিলতায় বিটকয়েন! সরকার স্বীকৃত লেনদেনের মুদ্রা হিসেবে আনুষ্ঠানিক প্রচলনের প্রথম দিনেই ওই ধস নেমেছে বিটকয়েনের বাজারমূল্যে। মূল্য পতনের পাশাপাশি দক্ষিণ আমেরিকার সবচেয়ে গরীব দেশগুলোর একটি এল সালভাদরে বিক্ষোভ আর যান্ত্রিক জটিলতা নিয়ে অনুমোদিত মুদ্রা হিসেবে যাত্রা শুরু হয়েছে এই ক্রিপ্টোকারেন্সি । দেশটিতে স্বীকৃত মুদ্রা হিসেবে বিটকয়েনের প্রচলন শুরু হয়েছে ৭ সেপ্টেম্বর। ওই দিন এক মাসের মধ্যে সবচেয়ে কমে আসে বিটকয়েনের দাম; প্রতিটি কয়েনের মূল্য ৫২ হাজার ডলার থেকে কমে ৪৩ হাজারে নেমে আসে। বলা হচ্ছে ইতোমধ্যেই ৩০ লাখ ডলার খুইয়েছে দেশটি। বিবিসি জানিয়েছে, বাজারমূল্যে ধসের কারণে প্রথম দিনেই দেশটি বিটকয়েন খাতে ৩০ লাখ ডলার খুইয়েছে বলে অভিযোগ তুলেছেন দেশটিতে বিরোধী দলের এক নেতা। দেশটির প্রেসিডেন্টে নাইব বুকেলে যেভাবে বিটকয়েনের পরীক্ষামূলক প্রচলনের পরিকল্পনা করেছিলেন, বাস্তব পরিস্থিতি তেমন নয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি। সরকারি ডিজিটাল ওয়ালেট ‘চিভো’ ব্যবহারে আগ্রহীদের নিবন্ধনের চাপ নিতে না পেরে ‘অফলাইন’ করে রাখা হয়েছিলো একাধিক সার্ভার। ব্যবহারকারীদের জন্য ওই ডিজিটাল ওয়ালেটটি নিজস্ব সেবায় এখনও যোগ করেনি অ্যাপল এবং হুয়াওয়ের মতো একাধিক প্ল্যাটফর্ম।
http://forex-bangla.com/customavatars/1930423381.jpg
দিনের শুরুর সার্ভার জটিলতা কাটিয়ে দিনের শেষ নাগাদ বিভিন্ন প্ল্যাটফর্মে যোগ হয় ডিজিটাল ওয়ালেটটি। স্টারবাকস এবং ম্যাকডোনাল্ড'সের মতো প্রতিষ্ঠানগুলোও বিটকয়েন গ্রহণ শুরু করে। এল সালভাদর সরকার দেশটির নাগরিকদের প্রত্যেকের ডিজিটাল ওয়ালেটে ৩০ ডলার সমমূল্যের বিটকয়েন দিয়েছে । সরকারের দাবি, প্রতিবছর বিদেশ থেকে পাঠানো অর্থের লেনদেনে ফি হিসেবে বাড়তি খরচ হয় ৪০ কোটি মার্কিন ডলার; লেনদেনের মাধ্যম হিসেবে বিটকয়েন ব্যবহার করে এই বাড়তি খরচ এড়াতে পারবেন দেশটির নাগরিকরা। তবে বিশ্বব্যাংক এবং দেশটির সরকারের কাছ থেকে পাওয়া আর্থিক তথ্য বিশ্লেষণ করে বিবিসি বলছে, এই বাড়তি খরচের পরিমাণ ১৭ কোটি মার্কিন ডলারের বেশি নয়।অন্যদিকে বিটকয়েনের প্রচলন নিয়ে দেশটির প্রেসিডেন্ট নাইব বুকেলে টুইট করেছেন, “আমাদের অতীত দৃষ্টান্ত ভেঙ্গে বেরিয়ে আসতে হবে। প্রথম বিশ্বের দিকে অগ্রসর হওয়ার অধিকার এল সালভাদরেরও আছে”।
এমন পরিস্থিতিতে স্বীকৃত মুদ্রা হিসেবে বিটকয়েনের প্রচলনের প্রথম দিনেই বাজারমূল্যে ২০ শতাংশ মূল্যহ্রাস, এল সালভাদরের জন্য ইতিবাচক ঘটনা নয়-- মন্তব্য বিবিসি’র।

SumonIslam
2021-09-19, 12:09 PM
এল সালভাদোরে আজ ১০ম দিনের মত বিটকয়েনে দিয়ে লেনদেন করেছে। এটি বিটকয়েনের জন্য একটি বিশাল মাইলফলক। ফলে বিটকয়েনের বৃদ্ধি একটি টাইমলাইনে হচ্ছে। দেশটি তার নাগরিকদের বিটকয়েন লেনদেন করতে চিভো নামে তার নিজস্ব সরকার সমর্থিত ক্রিপ্টো মানিব্যাগ চালু করেছে।
http://forex-bangla.com/customavatars/1682669933.jpg