PDA

View Full Version : দীর্ঘমেয়াদি কর অবকাশ দেশীয় মোটরগাড়ি শিল্পের জন্যে ইতিবাচক!



SaifulRahman
2021-06-08, 06:41 PM
14621
মোটরগাড়ি শিল্পের সঙ্গে জড়িত বিশেষজ্ঞদের মতে, প্রস্তাবিত বাজেটে ঘোষিত ২০ বছরব্যাপী কর রেয়াতের সুবিধাটি নিঃসন্দেহে বাংলাদেশের এই ক্রমবর্ধনশীল শিল্পটিকে ঈর্ষণীয় পর্যায়ে নিয়ে যাবে এবং স্থানীয় উৎপাদনের প্রচারণা করবে। এই খাতে গ্রহণযোগ্য তথ্য-উপাত্তের অভাব থাকলেও এর সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর ধারণা, বছরে অটোমোবাইল ও থ্রি-হুইলার বিক্রি থেকে কমপক্ষে ৪০ হাজার কোটি টাকা আসছে এবং এর বার্ষিক প্রবৃদ্ধি গড়ে ১০ থেকে ১২ শতাংশ হারে। যদি উপকরণ বা যন্ত্রাংশের ৩০ শতাংশ স্থানীয় উৎস থেকে নেওয়া হয়, তাহলে নির্মাতা প্রতিষ্ঠানগুলো ১০ বছরের জন্য কর অবকাশ সুবিধা পাবেন। যন্ত্রাংশের ৪০ শতাংশ যদি স্থানীয় উৎস থেকে জোগাড় করা হয়, তাহলে এই সুবিধাটির মেয়াদ আরও ১০ বছর বাড়বে। এই খাতটি এখন সম্পূর্ণরূপে আমদানি-নির্ভর। কারণ, ৫০ বছর আগে স্বাধীনতা অর্জন করলেও এখনো দেশে কোনো মোটরগাড়ি নির্মাণ কারখানা গড়ে উঠেনি। ফলশ্রুতিতে আমরা প্রতিবছর লাখো ডলার ব্যয় করে যানবাহন আমদানি করতে বাধ্য হচ্ছি।
রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, ‘এই দীর্ঘমেয়াদি নীতিমালাটি বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করবে এবং এই শিল্পের উন্নয়ন ঘটাবে, যা সরকারের বিচক্ষণতার প্রমাণ।’