View Full Version : অতিরিক্ত লোভ কেন নিয়ন্ত্রণ করা যায় না?
Starship
2021-06-08, 10:22 PM
ফরেক্সে অতিরিক্ত লোভ নিয়ন্ত্রণ করাটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই মুখে বলি থেকে কিন্তু অতিরিক্ত লোভ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরী কিন্তু প্রকৃতপক্ষে তা নিয়ন্ত্রণ করা দুষ্কর। আমি নিজেও অতিরিক্ত লোভের কারণে অনেকবার ব্যালেন্স হারিয়েছি বারবার বলে থাকি অতিরিক্ত লোক নিয়ন্ত্রণ করবো। কিন্তু অবশেষে সেটা নিয়ন্ত্রণ হয়ে ওঠেনা ব্যালেন্স হারিয়ে ফেলি।
EmonFX
2021-06-09, 08:29 AM
ফরেক্সে লোভের পরিনাম ভয়াবহ। আমরা অনেকেই লোভের বশবর্তী হয়ে সর্বস্ব হারিয়ে ফেলি। আমরা প্রত্যেকেই কখনো না কখনো ফরেক্স মার্কেটে ব্যালেন্স হারিয়েছি। এর কারণ হলো অতিরিক্ত লোভ সামলাতে না পারা। আমার মনে হয় এমন কোন ট্রেডার নেই যে কখনোই ব্যালেন্স জিরো করেনি। ফরেক্স মার্কেটে এমন ট্রেডার খুঁজে পাওয়া বড়ই দুষ্কর। সবারই কমবেশি এমন তিক্ত অভিজ্ঞতা আছে। তবে আমি আমার ব্যালেন্স করার মূল কারণ হিসেবে দেখছি অতিরিক্ত প্রফিট করার আশা এবং অধৈর্যতা। এগুলোই আমার ধ্বংসের মূল কারণ। অতিরিক্ত লোভ এবং অধৈর্যতা যে ফরেক্স মার্কেটে লস করার বড় কারন তার সবচেয়ে বড় উদাহরন আমি নিজেই। তবে ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করে ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছি। আশা করছি এসব ভুল থেকেই খুব শীঘ্রই বের হয়ে আসতে পারবো এবং প্রফিট করতে পারব।
Sakib42
2021-06-15, 10:34 PM
আমরা মনে করি যে লোভের সুবিধার্থে আমাদের হয়তো আর্থিক চাহিদা মেটে। যার ফলে আমরা চাইলেও আমাদের লোভ কে কন্ট্রোল করতে পারিনা। লোভের কারণে যে আমাদের ক্ষতি হচ্ছে সেটি আমরা বুঝতে পারি না, কেননা কোন কোন সময় লোভের মাধ্যমে আমাদের অনেক চাহিদা পূরণ হয়ে থাকে। যার কারণে আমরা চাইলেও লোভ না করে থাকতে পারি না। লোভ আমাদের জন্য কখনোই সুসংবাদ বয়ে আনবে না। এটি হয়তো আমাদেরকে সাময়িক কিছু সুবিধা দিবে।
Devdas
2021-07-19, 10:02 PM
লোভ স্বাভাবিক ও অতিরিক্ত কোনটাই ভাল নয়। কোন কিছুতেই লোভ করা ভাল নয়। লোভ করে কোন কিছু করলে তা থেকে সাফলতা অর্জন করা যায় না বরং অনেকটা লস হয়ে তা থেকে সব কিছু হারিড়ে নিঃস্ব হতে হয়। ঠিক এই ফরেক্স এ যারা লোভ করে আসবে তারাই ফরেক্স থেকে লাভ নয় বরং লস করে ফরেক্স থেকে পতন হবেন। তবে লোভকে নিয়ন্ত্রন করে ফরেক্স করাটাই উত্তম। আর যাদের অতিরিক্ত লোভ আছে তারা ফরেক্স এ না আসাই ভাল অথবা ফরেক্স থেকে কিছু দিনের জন্য রিবত থেকে আবার শুরু করা ভাল।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.