PDA

View Full Version : ইনস্টাফরেক্স একাউন্ট এটাচ করতে সমস্যা হচ্ছে



uzzal06
2021-06-13, 07:25 AM
আমি কোনভাবেই আমার ফোরাম প্রফাইল এর সাথে একাউন্ট এটাচ করতে পারছি না। যখনই এটাচ করতে যাই এই লেখা আসতেছে। দয়া করে কিভাবে সমাধান করব জানাবেন।


এই নামে নিবন্ধিত একটি অ্যাকাউন্ট ইতোমধ্যে ফোরামে লিঙ্ক করা হয়েছে। কোনো অ্যাকাউন্ট লিঙ্ক করা অসম্ভব যদি সেই অ্যাকাউন্টের ব্যক্তিগত তথ্য (পুরো নাম, ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি, বা এর যেকোনো একটি) forex-bangla.com ফোরামের বিদ্যমান কোনো অ্যাকাউন্টের তথ্যের সাথে মিলে যায়, বা Fx.co এর অন্যান্য ফোরামের প্রোফাইলের সাথে মিলে যায়।

habibi
2021-06-13, 01:38 PM
আমি কোনভাবেই আমার ফোরাম প্রফাইল এর সাথে একাউন্ট এটাচ করতে পারছি না। যখনই এটাচ করতে যাই এই লেখা আসতেছে। দয়া করে কিভাবে সমাধান করব জানাবেন।


এই নামে নিবন্ধিত একটি অ্যাকাউন্ট ইতোমধ্যে ফোরামে লিঙ্ক করা হয়েছে। কোনো অ্যাকাউন্ট লিঙ্ক করা অসম্ভব যদি সেই অ্যাকাউন্টের ব্যক্তিগত তথ্য (পুরো নাম, ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি, বা এর যেকোনো একটি) forex-bangla.com ফোরামের বিদ্যমান কোনো অ্যাকাউন্টের তথ্যের সাথে মিলে যায়, বা fx.co এর অন্যান্য ফোরামের প্রোফাইলের সাথে মিলে যায়।

এই ধরনের মেসেজর মানে হল আপনার পুরো নাম, ফোন নাম্বার, ঠিকানা দিয়ে কোন ট্রেডিং অ্যাকাউন্ট এই ফোরামে একাধিক ফোরাম অ্যাকাউন্ট খুলে একাধিক ট্রেডিং অ্যাকাউন্ট যুক্ত করে বোনাস গ্রহন করে থাকেন। অথবা আপনি ইন্সটাফরেক্সের স্পন্সর করা অন্যান্য ফোরাম থেকে বোনাস নিচ্ছেন। আপনি অন্যান্য ফোরামে পোস্ট করতে পারবেন। তবে বোনাস শুধু একটি ফোরাম থেকে নিতে পারবেন। এছাড়া আপনি ফোরামের পোস্টিং রুলস ভঙ্গ করলে ও আপনার অ্যাকাউন্টটি প্রতারণা মূলক অ্যাকাউন্ট হিসাবে চিহ্নিত হতে পারে । মনে রাখবেন এই ফোরামে কোন রকম জালিয়তি করে পার পাওয়া যাবে না। কারন এখানে সব কিছু ai দ্বারা পর্যবেক্ষণ করা হয়। তাই আপনাকে আপনি পরামর্শ দিব যে একাধিক ফোরাম থেকে বোনাস নেওয়ার চিন্তা থাকলে সেটি বাদ। এখন হয়ত ধরা খাচ্ছেন তা একদিন অবশ্যই ধরা খাবেন। আর একবার আপনার অ্যাকাউন্ট ব্লক করলে আর কোথাও অ্যাকাউন্ট যুক্ত করতে পারবনে না

Starship
2021-06-20, 09:18 AM
আপনার মেসেজ দেখে মনে হচ্ছে ইতিপূর্বে আপনি একই আইডি কার্ড দ্বারা একাধিক একাউন্ট খুলেছেন কিংবা একই নামে আপনারা অন্য কোন একাউন্ট থাকতে পারে যার জন্য এই মেসেজটি দেখাচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে নতুন কোন একাউন্ট এড করা যাচ্ছে না আমার মনে হয় এটি টেকনিক্যাল সমস্যার কারণে হতে পারে। তবে আশাকরি খুব দ্রুত সমস্যার সমাধান পাব আমরা। কেননা কোন সমস্যাই দীর্ঘস্থায়ী নয়।