PDA

View Full Version : ফক্সওয়াগন ও অডির ৩০ লাখ ক্রেতার তথ্য বেহাত



kohit
2021-06-13, 01:48 PM
ফক্সওয়াগন ও অডি গাড়ি নির্মাতার কাছে রক্ষিত যুক্তরাষ্ট্র ও কানাডার ক্রেতাদের বিভিন্ন তথ্য চুরি হয়ে গেছে। কিছু ক্ষেত্রে গ্রাহকের ব্যক্তিগত তথ্য, ড্রাইভিং লাইসেন্স নম্বরও ফাঁস হয়ে গেছে। খবর সিএনএন।

৩০ লাখের বেশি গ্রাহক বা ক্রেতার মূল তথ্য এসব গাড়ি প্রতিষ্ঠানের কাছে সংরক্ষিত ছিল। সেসব তথ্যই বাইরের একটি কোম্পানি বেআইনিভাবে হাতিয়ে নিয়েছে। এসব তথ্যের মধ্যে ছিল গ্রাহকের ফোন নম্বর, ই-মেইল ও বাড়ির ঠিকানা। আবার কারো কারো ক্ষেত্রে গাড়ির শনাক্তকরণ নম্বরও।

এর মধ্যে যুক্তরাষ্ট্রের ৯০ হাজার গ্রাহকের খোঁজ পেয়েছে প্রতিষ্ঠানটি, বিশেষ করে যাদের সংবেদনশীল তথ্য চুরি হয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে চুরি হয়েছে চালকের লাইসেন্স নম্বর। কিছু ক্ষেত্রে ছিল সামাজিক সুরক্ষা নম্বর, ফক্সওয়াগন বা অডির অ্যাকাউন্ট নম্বর ও জন্মতারিখ। যেসব গ্রাহকের সংবেদনশীল তথ্য চুরি হয়েছে, তাদের জন্য বিনা মূল্যে ক্রেডিট প্রটেকশন দিতে প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি।


ফক্সওয়াগন ইউএসের এক বিবৃতিতে বলা হয়েছে, অডি, ফক্সওয়াগনসহ তাদের ডিলারদের সঙ্গে কাজ করে এমন একটি তৃতীয় পক্ষের মাধ্যমে এ চুরির ঘটনা ঘটে। ২০১৪ থেকে ২০১৯ সালের মাঝামাঝি সময়ের সব তথ্য তারা সংগ্রহ করেছে। ফক্সওয়াগন জানিয়েছে, মার্কেটিংয়ের কাজে এসব গ্রাহকের তথ্য তারা সংগ্রহ করে রেখেছিল। এসব তথ্য একটি অনিরাপদ ফাইলে ছিল, সেখান থেকেই চুরি হয়। তবে যে তৃতীয় পক্ষ এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের নাম প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

বণিক বার্তা