PDA

View Full Version : অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা ছিল নতুন করে আবার করতে বলছে।



Mas26
2021-06-13, 06:54 PM
আমার আগে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা ছিল আবার নতুন করে ফরেক্স একাউন্ট ভেরিফিকেশন করতে বলছে। কিন্তু কিভাবে ভেরিফিকেশন করব আমি বুঝতে পারতেছি না।আসলে আমি সকলের কাছে জানতে চাচ্ছি যে একাউন্ট কিভাবে ভেরিফিকেশন করতে হবে নতুনভাবে।আমি জানতে চাচ্ছি আসলে কি সম্পূর্ণ প্রথম থেকেই একাউন্ট ভেরিফিকেশন করতে হবে নাম-ঠিকানাসহ এবং ডকুমেন্টসহ সর্বস্থরের ভেরিফিকেশন নতুন করে করতে হবে।
beginner level verification,
সম্মানিত মডারেটরগণ যদি এ ব্যাপারে সহযোগিতা করতেন তাহলে খুবই ভালো হতো।

EmonFX
2021-06-13, 07:35 PM
সম্প্রতিক সময়ে এরকমটা অনেকের সাথেই হয়েছে। ভেরিফাইড ট্রেডিং অ্যাকাউন্ট আবার নতুন করে ভেরিফাই করার জন্য বলতেছে। এটি সাধারণত দুটি কারণে হয়ে থাকে- ১। আপনার অ্যাকাউন্ট আগের থেকে top-level ভেরিফাইড অর্থাৎ তৃতীয় লেভেল ভেরিফাই করা না থাকলে। ২। অ্যাকাউন্ট থেকে বড় এমাউন্ট উইথড্র দিতে গেলে। এছাড়াও বোনাস ট্রেডিং অ্যাকাউন্ট পরিচালনা সংক্রান্ত রুলস ভাংলেও নতুন করে ভেরিফাই করতে বলতে পারে। তবে এটা নিয়ে বেশি টেনশনের কিছু নেই। নিয়ম মেনে আপনি আগে যে ডকুমেন্ট দিয়ে একাউন্ট ভেরিফাই করেছিলেন সেই সকল ডকুমেন্ট দিয়ে পুনরায় আবার ভেরিফাই করলে ভেরিফাই সাকসেসফুল হয়ে যাবে। আমার জানা দু'একজনের সাথে এমন ঘটেছে। তারা তাদের ডকুমেন্ট দিয়ে আবার পুনরায় একাউন্ট ভেরিফাই করে নিয়েছে।

Starship
2021-06-13, 09:54 PM
আপনার একাউন্টে যদি টপ লেভেল এর ভেরিফিকেশন থাকে তাহলে দ্বিতীয় পর্যায়ে ভেরিভিশন চাওয়ার প্রশ্নই আসে না। তবে আপনার যদি দ্বিতীয় লেভেলে ভেরিফিকেশন করতে হয় সেই ক্ষেত্রে প্রথম লেভেল থেকে আবার পুনরায় ভেরিফিকেশন এর জন্য বলা হয়। তবে আমি যতটুকু জানি বড় ধরনের উইড্রো দেওয়ার ক্ষেত্রে এই সমস্যার সম্মুখীন হয়। তাই প্রফিট উইড্রো দেওয়ার ক্ষেত্রে আমাদের বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত এবং নিয়ম মেনে নেওয়া উচিত।