PDA

View Full Version : গেম ডেভেলপার প্রতিষ্ঠান বিগবক্স কিনে নিল ফেসবুক



kohit
2021-06-14, 12:27 PM
যুদ্ধভিত্তিক জনপ্রিয় ভার্চুয়াল রিয়েলিটি গেম পপুলেশন: ওয়ান নির্মাণকারী প্রতিষ্ঠান বিগবক্স ভিআরকে কিনে নিয়েছে সামাজিক যোগাযোগের অন্যতম প্লাটফর্ম ও মার্কিন টেক জায়ান্ট ফেসবুক। তবে দুটি প্রতিষ্ঠানের মধ্যকার আর্থিক লেনদেনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। খবর টেক ক্রাঞ্চ ও দ্য ভার্জ।

বাজারে আসার পর থেকেই পপুলেশন : ওয়ান গেমারদের পছন্দের শীর্ষে ছিল। অকুলাস স্টোরে মাত্র কয়েক মাসেই এ গেম প্রায় ১ কোটি ডলার আয় করেছিল।

ফেসবুক রিয়েলিটি ল্যাবের সহসভাপতি মাইক ভার্ডু বলেন, গত নয় মাস আগে পপুলেশন: ওয়ান ভার্চুয়াল রিয়েলিটি প্লাটফর্মে সাড়া ফেলে দেয় এবং অকুলাস প্লাটফর্মে একটানা দীর্ঘদিন সর্বাধিক খেলা গেমের তালিকায় শীর্ষে ছিল। এ গেমে একসঙ্গে ২৪ জন একত্রে যুক্ত হয়ে ভার্চুয়াল দুনিয়ার প্রতিযোগিতায় অংশ নিতে পারতেন।

তিনি আরো বলেন, বিগবক্স ভিআর আকৃতির দিক থেকে ছোট হলেও গেমিং খাতে তারা খুবই কর্মক্ষম এবং যোগ্যতাসম্পন্ন একটি দল। তারা গেমিং খাতে উন্নয়নের ক্ষেত্রে ভালো অবদান রেখেছে।

বণিক বার্তা