PDA

View Full Version : মে মাসে পুঁজিবাজার রিটার্নে এশিয়ার মধ্যে শীর্ষে বাংলাদেশ!



BDFOREX TRADER
2021-06-14, 05:00 PM
করোনাভাইরাস মহামারীর মধ্যেও ভালো অবস্থান ধরে রেখেছে বাংলাদেশের পুঁজিবাজার। এর মধ্যেই রিটার্নের দিক দিয়ে দেশের পুঁজিবাজার তৃতীয়বারের মতো বিশ্বের শীর্ষ তালিকায় অবস্থান করছে। সম্প্রতি ফ্রন্টিয়ার জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তথ্যমতে, মে মাসে এশিয়ার পুঁজিবাজারে বড় উত্থান হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি উত্থান হয়েছে বাংলাদেশের পুঁজিবাজারে। গত মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে ৯ দশমিক ৪০ শতাংশ।
এর আগে গত বছরের জুলাই-সেপ্টেম্বরেও এশিয়ার শেয়ারবাজারে বড় উত্থান হয়। এর মধ্যে বাংলাদেশের পুঁজিবাজারের সবচেয়ে বেশি ২৪ দশমিক ৪০ শতাংশ উত্থান হয়। মূলত ওই সময় থেকেই বাংলাদেশের পুঁজিবাজার ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। এরপর সেপ্টেম্বর ও অক্টোবরেও বিশ্বের সেরা স্থান দখল করেছিল বাংলাদেশের পুঁজিবাজার। মে মাসের বাজার পর্যালোচনা করে দেখা যায়, মাসের প্রথম কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ছিল ৫ হাজার ৪৭৯ দশমিক ৬১ পয়েন্টে। মে মাসের লেনদেন শেষে সূচকটি দাঁড়িয়েছে ৫ হাজার ৯৯০ দশমিক ৯৮ পয়েন্টে। সে হিসাবে ডিএসইর সূচক বেড়েছে ৫১১ দশমিক ৩৭ পয়েন্ট বা ৯ দশমিক ৩৩ শতাংশ। তবে মে মাসে ডিএসইএক্স সূচকটি সর্বোচ্চ ৬ হাজার ৮ দশমিক ৬৯ পয়েন্টে উঠে এসেছিল। এদিকে মে মাসে ডিএসইর সর্বোচ্চ লেনেদেন দাঁড়িয়েছিল ২ হাজার ৩৬৮ কোটি ৮৮ লাখ ৫৩ হাজার টাকা। গত মাসে ডিএসইর সর্বনিম্ন লেনদেন ছিল ১ হাজার ১৫৯ কোটি ৮৩ লাখ ১২ হাজার টাকা।
http://forex-bangla.com/customavatars/999637355.jpg

Montu Zaman
2021-06-16, 12:36 PM
14678
প্রায় এক বছর ধরে ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে দেশের শেয়ারবাজার। ফলে লোকসান ভুলে একের পর এক মুনাফা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা। ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে বিনিয়োগকারীদের টাকা প্রায় দুই লাখ কোটি টাকা বেড়ে গেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক দেড় হাজার পয়েন্টের ওপরে বেড়েছে।শেয়ারবাজা এমন ছুটলেও সার্বিকভাবে বাজারকে ঝুঁকিমুক্ত বলছেন বিশেষজ্ঞরা। সেইসঙ্গে বর্তমান বাজারে বিনিয়োগ নিরাপদ বলেও অভিমত দিয়েছেন তারা। তবে কিছু কোম্পানির শেয়ার দাম অতিমূল্যায়িত হয়ে পড়েছে বলে মনে করছেন তারা। এ জন্য বিনিয়োগকারীদের সতর্কতার সঙ্গে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন।