PDA

View Full Version : গুগল-অ্যামাজনের পর বাংলাদেশে পা রাখলো ফেইসবুক



786.ariful.islam.bd
2021-06-15, 09:04 AM
টেক জায়ান্ট গুগল ও আমাজনের পর এবার বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নিয়েছে। আজ রোববার ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায় নিবন্ধন নম্বর (বিআইএন) নিয়েছে ফেসবুক, যা ভ্যাট নিবন্ধন হিসেবে পরিচিত। এর আগে ২৩ মে গুগল এবং ২৭ মে আমাজন ভ্যাট নিবন্ধন নিয়েছিল। এখন থেকে এই তিনটি প্রতিষ্ঠানই নিয়মিত ভ্যাট রিটার্ন দাখিল করবে এবং ভ্যাটের অর্থ পরিশোধ করবে।

forextrader2000
2021-07-02, 08:39 AM
এমাজনের পর এবার ভ্যাট নিবন্ধন নিল মাইক্রোসফট, বিশ্বের অন্যতম টেক জায়ান্ট মাইক্রোসফট বাংলাদেশে ব্যবসার জন্য নিবন্ধন নিয়েছে। গতকাল বৃহস্পতিবার ভ্যাট বিভাগ থেকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) নিয়েছে তারা। ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট মাইক্রোসফটকে এই নিবন্ধন দিয়েছে। সিঙ্গাপুরের ঠিকানা ব্যবহার মাইক্রোসফট রিজিওনাল সেলস পিটিই লিমিটেড নামে নিবন্ধন পেয়েছে।