PDA

View Full Version : প্রফিট করার থেকে লস না করাই অধিকতর গুরুত্বপূর্ণ।



EmonFX
2021-06-15, 10:00 AM
পূণ্য অর্জন অপেক্ষায় পাপ বর্জন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ফরেক্স মার্কেটে প্রফিট করার থেকে লস না করা অধিকতর গুরুত্বপূর্ণ। আমাদের সব সময় প্রফিট করার থেকে লস না করার প্রতি বেশি মনোযোগী হওয়া উচিত। আপনি যখন কোনো একটি ট্রেডে লস করবেন তখন মানসিক চাপ থেকে পরবর্তীতে সেই লস রিকভার করার জন্য হুটহাট ট্রেড নিয়ে বসবেন। আর তার ফলাফল দাঁড়াতে পারে আবারও লস। তার থেকে বরং অপেক্ষা করুন একটি সঠিক এন্ট্রি পয়েন্ট পাওয়ার জন্য। একটি সঠিক এন্ট্রি পয়েন্ট পাওয়ার জন্য যদি দুই/তিন দিন এমনকি এক সপ্তাহ অপেক্ষা করতে হয় তবে তাই করুন। মনে রাখবেন সারা সপ্তাহের প্রফিটের জন্য একটি ভালো এন্ট্রি যথেষ্ট।

Starship
2021-06-16, 11:49 PM
আপনার প্রসঙ্গের সঙ্গে আমি শতভাগ একমত পোষন করলাম। একজন নতুন ফরেক্স ট্রেডার যখন ট্রেড করেন মূলত তার প্রফিট করার উদ্দেশ্য নিয়ে ট্রেড করে থাকেন। কিন্তু প্রফিট করার বিপরীতে যখন অনেক ক্ষেত্রে লসের সম্মুখীন হয় সেক্ষেত্রে নিজের ব্যালেন্স থেকে রাখা জন্য যুদ্ধ করতে হয়। আমি সবসময় নিজের ব্যালেন্স কেটে কে রেখে প্রফিট করার মনোনিবেশ করি কিন্তু অনেক ক্ষেত্রে লোভের সম্মুখীন হয় নিজের ব্যালেন্স কে হারাতে হয়। তাই আমি মনে করি প্রথমে নিজের ব্যালেন্স কেটে কে রাখা মূল উদ্দেশ্য হওয়া উচিত সকলের।

Sakib42
2021-06-19, 11:19 PM
এটি সত্যিই একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা অনেক ট্রেডাররা আসলে এটা বুঝিনা। আমরা অল্প কিছু প্রফিট করতে পারলেই তখন উল্টাপাল্টা সিদ্ধান্তের কারণে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করি সর্বশেষ দেখা যায় সেটি আমাদের জন্য একটি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু আমাদের ভাবা উচিত যে আমরা চাইলে অল্প প্রফিটে সন্তুষ্ট হতে পারব। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত টিকে থাকা। কেননা যদি আমরা আর সবকিছু হারিয়ে ফেলি তখন আমাদের হতাশ হওয়া ছাড়া আর কোন উপায় থাকবেনা। তাই আমরা যেন হতাশ না হই এবং সবকিছু শূণ্য যেনো না হয়ে যায় তার জন্য আমাদের টিকে থাকা জরুরি।