PDA

View Full Version : জাপান দেশে গাড়ি নির্মাণ করতে আগ্রহী!



Montu Zaman
2021-06-16, 12:33 PM
14677
দেশীয় অটোমোবাইল শিল্পের বিকাশে ‘অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালা-২০২১’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নীতিগতভাবে দেশেই ১ লক্ষ থেকে ১.৫ লক্ষাধিক টাকার মাঝেই ব্যাটারি চালিত অটোমোবাইল উৎপাদনের প্রচেষ্টা চলমান আছে। খসড়ায় দেশে নির্মিত এবং সংযোজিত অটোমোবাইল খাতকে আরো উৎসাহিত করা হচ্ছে।এরই মধ্যে জাপানের পক্ষ থেকে দেশে অটোমোবাইল কারখানা নির্মাণের ব্যপারে আশাবাদ জানানো হয়েছে। দেশের অটোমোবাইল খাতকে প্রণোদনা দেয়া এবং দেশেই কর্মসংস্থান এর সুযোগ সৃষ্টিতে এ খাত এক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।এছাড়া সস্তা শ্রম এবং সুলভ মুল্যে গাড়ি নির্মাণ করা গেলে তা বিদেশে রপ্তানী ও করা সম্ভব। যদিও দেশের গাড়ির চাহিদা ক্ষুদ্র এবং এর বাজার সীমিত।তবে মধ্যবিক্ত শ্রেণীর ক্রয়ক্ষমতা বাড়ার সাথে সাথে বাজার এক্সপান্ড করা সম্ভব হবে। এ নীতিগুলোর উপর ভিত্তি করেই মিটসুবিশি,টয়োটা কিংবা ভক্স ওয়াগোনের মত কারখানাগুলো তাদের দেশে এবং বাইরেও বিজনেস এক্সপ্যান্ড করেছে।অটোমোবাইল শিল্প এখন একটি এক্সপ্যান্ডিং বিজনেস।টেসলার মত কোম্পানী ''ইলেকট্রিক ভেহিকল'' বাজারে এনে আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল মার্কেটের বড় অংশ দখল করেছে।ফার্স্ট মুভার হিসেবে টেসলা সুযোগ পেলেও চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এবং সকল বড় বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এখন সে পথেই হাটছে। যার অর্থ বর্তমান যুগে শুধু ফার্স্ট মুভার হয়েই কেউ বাজার দখলে রাখতে পারেনা। তাই দেশের গাড়ি নির্মাতা এবং সংযোজন প্রতিষ্ঠান গুলোকে আরো প্রণোদনা দিতে পারলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ গাড়ি রপ্তানিকারকের খাতায় নাম লিখতে পারবে এতে কোনরূপ সন্দেহের অবকাশ নেই