Log in

View Full Version : গোল্ডের পতন



786.ariful.islam.bd
2021-06-17, 08:28 AM
গতকাল রাতে গোল্ডে পতন হয়েছে, আমার অনেক লস হয়েছে, কি করব বুজতে পারছিনা, কেন এই পতন হলো কেউ যদি জানেন তবে আমাকে জানাবেন, তবে আমি আশা রাখি আমি আবারো ভালোভাবে ট্রেড করতে পারব, যদিও আমার জন্য অনেক টাফ হয়ে গিয়েছে। এখন বুজতে পারছি গোল্ড আসলেই রিস্কি, তবে আমি যদি সেল দিতাম তবে অনেক ডলার আয় করতে পারতাম, গতকাল আমার এক বড় ভাই গোল্ড সেল দিয়ে ৩১০০০ হাজার ডলার আয় করছে, তাও আবার ইন্সটাফরেক্স একাউন্টে, আমি দেখে অবাক হয়েছি, আমি আবার অনেক ভাল লেগেছে, ইনশাল্লাহ আমি একদিন পারব।