PDA

View Full Version : মাইক্রোসফটের নতুন সিইও সাতয়্যা নাদেলা।



BDFOREX TRADER
2021-06-17, 01:30 PM
বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন সাতয়্যা নাদেলা। সাবেক সিইও জন থমসনের স্থলাভিষিক্ত হলেন তিনি। অবশ্য এর আগে ২০১৪ সালে স্টিভ বালমারকে সরিয়ে সিইও হয়েছিলেন নাদেলা, পরে থমসন তার জায়গায় বসেন। গত বছর মাইক্রোসফটের গভর্নিং বোর্ড থেকে বিল গেটস সরে যাওয়ায় প্রতিষ্ঠানটির শীর্ষ পদে পরিবর্তন এসেছে। জন থমসন এখন থেকে মাইক্রোসফটের স্বাধীন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আর সিইও-এর দায়িত্ব পুনরায় পাচ্ছেন নাদেলা।
14692