View Full Version : ১ লক্ষ টাকা দিয়ে ফরেক্সে সফল হবো?
786.ariful.islam.bd
2021-06-18, 07:34 AM
এই টাকা কি আমি ফরেক্সে লাগিয়ে অল্প সময়ে সফল ও ধনী হতে পারবো? এক লক্ষ টাকা জমাতে যত কষ্ট হয়েছে, আর যত সময় লেগেছে, পরবর্তি এক লক্ষ জমাতেও সমান কষ্ট হবে না আশা করি, তাই আপনাদের কাছে জানতে চাওয়া। আশাকরি আপনাদের কাছ থেকে সদুত্তর পাবো, আপনাদে মুল্লবান মতামত আশা করছি ধন্নবাদ।
Starship
2021-06-18, 10:01 PM
আমার মতে এক লক্ষ টাকা দিয়ে যথেষ্ট প্রফিট করা সম্ভব ট্রেড করে। কিন্তু তার পূর্বে আপনার ট্রেডিং দক্ষতা কেমন সে সম্পর্কে আপনার নিজের জানতে হবে। আপনি যদি পর্যাপ্ত দক্ষতা সম্পন্ন ট্রেডার হয়ে থাকেন তাহলে আমার মতে ডিপোজিট করে সহজে তা প্রফিট করতে পারবেন। কিন্তু যদি আপনার অভিজ্ঞতা ঘাটতি থাকে সে ক্ষেত্রে প্রফিট করতে সমস্যা হবে এমনও হতে পারে আপনার ব্যালেন্সটা জিরো হয়ে যেতে পারে, যদি অতিরিক্ত লটে ট্রেড করেন। আর যদি রিস্ক ফ্রি ভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করেন তাহলে ধীরে ধীরে প্রফিট করতে পারবেন। আমিও একসময় ডিপোজিট করব সেই চিন্তা ধারা আমার রয়েছে।
Sakib42
2021-06-18, 11:25 PM
অবশ্যই সফল হওয়া সম্ভব কিন্তু তার জন্য আপনাকে একজন সফল ট্রেডার হতে হবে। অনভিজ্ঞ ব্যক্তিদের কাছে যতই টাকা থাকুক না কেন তারা ফরেক্সে ডিপোজিট করে কোন অর্থ উপার্জন নাও করতে পারেন তাদের অনভিজ্ঞতার কারণে। আমার কাছে মনে হয় যে এক লক্ষ টাকা ডিপোজিট করা অনেক বড় একটি বিষয় কেননা এটি দিয়ে খুব সহজেই আপনি অল্প পরিশ্রমের মাধ্যমে প্রফিট করতে পারবেন। এবং একজন সফল ট্রেডার হতে পারবেন। আর একটি কথা বলতে চাই সেটি হলো এত ডিপোজিট এর কোনো প্রয়োজন নেই। আপনি এর অর্ধেক টাকা দিয়েই ভালো সফলতা পেতে পারেন।
samun
2021-06-19, 09:17 AM
আসোলে ফরেক্সে সফল হওয়ার জন্য অর্থের থেকেও বেশী প্রয়োজন যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, জ্ঞান ও ধৈর্য। কারণ অনেক ট্রেডার আছেন যারা অনেক ইনভেষ্ট করেও ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারে না। আমি ফরেক্স সম্পর্কে যদি নাই যানি তবে এখান থেকে আয় করা অসম্ভব। নিজের কথা বলতে গেলে আমি ফরেক্স মার্কেটে ৪০০ ডলার দিয়ে খুব বেশি আয় করতে পারি নাই কিন্তু আমার যখন ব্যালেন্স ৫০-১০০ ডলার তখন আমি প্রতিদিন অল্প অল্প লাভ করি। কারণ আমার ব্যালেন্স কম থাকায় আমার মাথায় টেন্সন থাকে যে কিভাবে ভালো ট্রেড করব। আমি নিজের যোগ্যতা, অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগানোর চেষ্টা করি। অনেক সময় ব্যালেন্স বেশী হলে ট্রেডার নির্ভরতার প্রেক্ষিতে ভূল বেশী করে থাকে। তাই ব্যালেন্স এর সাথে সাথে অবশ্যই নিজের জ্ঞানকে ও বাড়াতে হবে।
Mas26
2021-06-19, 12:44 PM
আমি মনে করি এক লক্ষ টাকা যদি ফরেক্স মার্কেটে সঠিক ভাবে খাটাতে পারেন তাহলে অবশ্যই প্রফিট করা সম্ভব সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ভালো অভিজ্ঞতার প্রয়োজন যদি অভিজ্ঞতা ভালো থাকে তাহলে আপনি সফলতা অর্জন করতে সক্ষম হবেন। এবং যদি আপনি মনে করেন আসলে আপনার এখনো অভিজ্ঞতা অর্জন করতে হবে তাহলে অবশ্যই আপনার উচিত আগে ফরেক্স সম্পর্কে ভালোভাবে গ্যান অর্জন করা তারপরে আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করার সিদ্ধান্ত নিতে পারেন। এবং আপনি যদি সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে পারেন তাহলে সফলতা অর্জন করা সম্ভব বলে আমি মনে করি ধন্যবাদ।
md mehedi hasan
2021-06-19, 02:10 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে প্রথমে শিখতে হবে দক্ষতা অর্জন করতে হবেফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে বা অর্থ উপার্জন করতে হলে পেশাদার মান অর্জন করতে হবে।আপনি ফরেক্স মার্কেটে এক লক্ষ টাকা কেন এক কোটি টাকা ইনভেস্ট করলে কোন লাভ যদি আপনি দক্ষ ট্রেডার না হন।আর যদি ফরেক্স মার্কেটে আপনি দক্ষ ট্রেডার হন তাহলে একশ ডলারে আপনার জন্যই যথেষ্ট।
EmonFX
2021-06-19, 02:59 PM
এই টাকা কি আমি ফরেক্সে লাগিয়ে অল্প সময়ে সফল ও ধনী হতে পারবো? এক লক্ষ টাকা জমাতে যত কষ্ট হয়েছে, আর যত সময় লেগেছে, পরবর্তি এক লক্ষ জমাতেও সমান কষ্ট হবে না আশা করি, তাই আপনাদের কাছে জানতে চাওয়া। আশাকরি আপনাদের কাছ থেকে সদুত্তর পাবো, আপনাদে মুল্লবান মতামত আশা করছি ধন্নবাদ।
ফরেক্স মার্কেটের এক লক্ষ টাকা ডিপোজিট করে অবশ্যই ভালো কিছু করা সম্ভব। তবে তার জন্য সর্বপ্রথম চাই ট্রেডিং সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান। ট্রেডিং সম্পর্কে ভালো জ্ঞান ছাড়া আপনি যতই ডিপোজিট করেন না কেনো কিছু দিনের মধ্যে মূলধনই খুঁজে পাওয়া যাবে না। ফরেক্স ট্রেডিং করে সাকসেসফুল ক্যারিয়ার গড়তে চাইলে সর্বপ্রথম দরকার সম্পূর্ণ প্রফেশনাল এবং ব্যবসায়িক একটা মাইন্ড। তারপর আপনার ডেইলি রুটিন ঠিক করতে হবে। আপনার সাইকোলজি কেমন সেটা ঠিক করতে হবে, কারণ আপনার সাইকোলজি এর সাথে ট্রেডিং স্টাইল ম্যাচ না করলে আপনি ভুল ট্রেড করবেন।
টোটাল বিষয়টা আয়ত্ত করার পরে আপনি কেমন প্রফিট আশা করেন তার ভিত্তিতে মানি ম্যানেজমেন্ট ঠিক করে রুলস ফলো করে কারেক্ট টাইমে ট্রেড করলে প্রফিট আসবেই। 100 ডলার ইনভেস্ট করেন আর 100000 ডলার ইনভেস্ট করেন ট্রেডিং রুটিন অনুযায়ী আপনাকে মার্কেট অবজার্ভ করতে হবে। 90% ট্রেডার লস করে কারণ তারা তাদের সাইকোলজি মতো স্ট্রাটেজি তৈরি করে না।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.