PDA

View Full Version : ট্রেড করার ক্ষেত্রে আমার টার্গেট



Starship
2021-06-19, 12:57 PM
আমার একটা নিদিষ্ট টার্গেট রয়েছে ট্রেড করার ক্ষেত্রে তা হলো আমার একাউন্টে 500 ডলার ব্যালেন্স রাখা। পরবর্তীতে এই 500 ডলার দিয়ে আমি মানি ম্যানেজমেন্ট মেনে যথেষ্ট প্রফিট করতে পারব। আমি যদি সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড করে এখান থেকে প্রফিট করার সহজ হবে। আপনার কি এমন কোন টার্গেট রয়েছে?

md mehedi hasan
2021-06-19, 01:58 PM
ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারছি না আর টার্গেট কি রাখবো।অনেক চিন্তা করে ফরেক্স মার্কেটে ট্রেড কি ভাবে করবো কত ডলার প্রতি ট্রেড এ রিক্স নিবো।কিন্তু দুই একটা লস সব ওলটপালট করে দেয়।এখন আমার একটি টর্গেট যতটুকু একাউন্ট ব্যলেন্স আছে তা দিয়ে খুব অল্প সংখ্যক ট্রেড করবো।আর সব লং ট্রেড করবো।

EmonFX
2021-06-19, 03:05 PM
মামি মানেজমেন্ট হলো ফরেক্সের প্রাণ। সঠিক সুন্দর মানি ম্যানেজমেন্ট করতে না পারলে আপনি যে পরিমাণ মূলধন নিয়ে ট্রেডিং করেন না কেনো টিকে থাকা একদম অসম্ভব। এক কথায় বলা যায় আপনার ফরেক্স ট্রেডের মুল ব্যাল্যান্সকে ঠিক কিভাবে কোন প্রক্রিয়ায় এবং কতটুকু হাতে রেখে ট্রেডের জন্য নিরাপদ ভাবে ব্যাবহার করতে পারবেন, ট্রেড নেভেটিভ হলে স্বইচ্ছায় কত লস করবেন এবং প্রফিট করলে কত প্রফিট করবেন তা ই হল মানি ম্যানেজমেন্ট বা মানি ব্যাবহার করণ পদ্ধতি। একজন ট্রেডারের সফল এবং ঝুঁকিহীন ট্রেডের জন্য মানি ম্যানেজমেন্ট অসম্ভব গুরুত্তপূর্ণ একটি বিষয়। আমাদের অনেকের ফরেক্স নিয়ে একটি স্বপ্ন থাকে যে আমি সারাজীবনে ফরেক্স থেকে ১ লক্ষ ডলার ইনকাম করব। যা আপনার পক্ষে এই জনমেও সম্ভব নয় আবার এটাও সত্যি যে কেউ কেউ এই জনমেই মিলিয়ন ডলার ফরেক্স থেকে নিয়ে নিচ্ছেন বেশ কয়েকবার; কিভাবে? এক লক্ষ ডলার কি একটু বেশি বলে ফেললাম ! না বস , আপনি জানেনতো এটা ফরেক্স ট্রেডারদের জন্য অচিন্তনীয় কিছু নয়। আর আপনার ১ লক্ষ ডলার ইনকাম এর ব্যাবস্থাপনা আপনি মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমে করে নিতে পারেন অর্থাৎ মানি ম্যানেজমেন্ট জানলে আপনি ঠিক করে নিতে পারবেন আপনার ড্রিম মানি এচিভ এর জন্য আপনার মূলধন কত হতে হবে এবং আপনি তা কিভাবে ব্যাবহার করে কতদিনে আপনার স্বপ্ন সফল করতে পারবেন। আপনার ট্রেডের বিশাল সফলতা মানি ম্যানেজমেন্টের উপর নির্ভর করে। Larry Williams ১০০০০০ ডলার দিয়ে ট্রেড শুরু করে এক বছরে ১ মিলিয়ন ডলার এর বেশি ইনকাম করে নেয়। আশা করি এইটুকুতে আইডিয়া পেয়ে গিয়েছেন মানি ম্যানেজমেন্ট আসলে কি।