PDA

View Full Version : বিশ্ববাজারে এক মাস ধরে তেলের দাম ঊর্ধ্বমুখী



786.ariful.islam.bd
2021-06-20, 04:27 PM
আন্তর্জাতিক বাজারে এক মাস ধরে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে। ফলে, ২০১৮ সালের পর পণ্যটির দাম বেড়ে এখন সর্বোচ্চ অবস্থায় রয়েছে। স্বল্প মেয়াদে তা আরও ১৫ শতাংশের মতো বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস এক প্রতিবেদনে বলেছে, বিশ্বজুড়ে কোভিড-১৯-এর কারণে সরবরাহের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা দেখা দিয়েছিল, তা দূর হওয়ার পাশাপাশি দেশে দেশে দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রক্রিয়া গতি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে। এ ছাড়া আগামী আগস্টে ইরানের নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগেই দেশটি পারমাণবিক ইস্যুতে একটি চুক্তি সইয়ে ঐকমত্য হতে পারে—এমন সম্ভাবনাও তেলের পালে যেন হাওয়া লেগেছে বলে মনে করা হচ্ছে। এদিকে বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের চাহিদা আগামী বছরের শেষ দিকে আবার করোনাভাইরাস প্রাদুর্ভাব আকারে ছড়িয়ে পড়ার আগের অবস্থায় ফিরে যাবে বলে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি বা আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সম্প্রতি পূর্বাভাস দিয়েছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে আগাম কেনাবেচায় ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অয়েল প্রতি ব্যারেল ৭১ দশমিক ৬৪ ডলারে উঠেছে।

14708