View Full Version : বোনাস
Mas26
2021-06-23, 04:19 PM
গত মাসের বোনাস কে কেউ পেয়েছেন আমি এখন পর্যন্ত গত মাসের বোনাস পাইনি।যদি কেউ পেয়ে থাকেন তাহলে জানাবেন এবং বোনাস সম্পর্কিত কোন আপডেট নিউজ থাকলে তাও জানাবেন। ধন্যবাদ।
habibi
2021-06-24, 02:41 PM
না গতমাসের বোনাস এখনো পাই নি। তবে আমি ফোরামের মডারেটরের সাথে এই বোনাসের ব্যাপারে জানিয়েছিলাম। তারা বলল যে বোনাস শীঘ্রই চলে আসবে তবে কোন সুনির্দিষ্ট তারিখ বলেন নি। মোডারেটর বলেছে যে ইন্সটাফরেক্সেকে কে এই বিষয়ে অবগত করেছে এবং তারাতারি বোনাস অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছে। দেখা যাক কি হয়। আসলে এই ধরনের মাঝের মধ্যে হয়ে থাকে। তাই উত্তোজিত না হয়ে আমাদের ধৈর্য ধরা উচতি। আসলে আমরা এই ফোরামে লেখালেখি করি নিজের অভিজ্ঞতা শেয়ার করতে এবং অন্যদের থেকে কিছু শিখতে। তাই আমাদের প্রধান লক্ষ্য বোনাস নেয়া জন্য না হয়ে ভাল ভাল কন্টেন্ট লিখে এই ফরেক্স কমিউনিটিকে আরো সমৃদ্ধ করা দরকার যাতে করে নতুনরা এসে কিছু শিখতে পারে।
EmonFX
2021-06-24, 04:43 PM
না, আমরা এখন পর্যন্ত কেউ মে, ২০২১ মাসের জন্য বোনাস পাইনি। সাম্প্রতিক সময়ে বোনাস প্রদান নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে। একেক মাসের বোনাস ভিন্ন ভিন্ন তারিখে প্রদান করা হয়ে থাকে। এক সময় ইন্সটাফরেক্স ফরেক্স ফোরামে পোষ্টের জন্য পরবর্তী মাসের 7 তারিখের মধ্যে বোনাস প্রদান করতেন। এবং এক সময় প্রতি সপ্তাহে বোনাস প্রদান করতেন। পরবর্তীতে এই সিস্টেম পরিবর্তন করে মান্থলি বোনাস প্রদান শুরু করেন এবং পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে বোনাস প্রদান করতেন। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা গেছে forex-forum নির্দিষ্ট কোন তারিখে বোনাস প্রদান করেন না। এমনও হয়েছে দুমাস পর বোনাস প্রদান করেছেন। যেমনটা হয়েছে গত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের বোনাস একসাথে মার্চ মাসের 17 তারিখ প্রদান করা হয়েছে। তবে আমি মনে করি মোনাস প্রদানের জন্য একটা সুনির্দিষ্ট তারিখ থাকা উচিত। রানিং সপ্তাহের মধ্যে যদি মে মাসের বোনাস প্রদান না করা হয় তাহলে দু'মাসের বোনাস একসাথে প্রদান করার সম্ভাবনা আছে। এ ব্যাপারে আমি forex-forum অথরিটি তথা মডারেটরদের দৃষ্টি আকর্ষন করছি। আশা করছি বিষয়টি তারা অতি গুরুত্বের সাথে দেখবেন।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.