PDA

View Full Version : লেক্সাস এর আরসি গাড়ি



DhakaFX
2021-06-24, 01:27 PM
14746
লেক্সাসের ব্যাপারে আপনারা সবাই জানেন। টয়োটার লাক্সারি সাব-ব্র্যান্ডের বানানো ২টা স্পোর্টসকারের একটি হচ্ছে এই আরসি। গ্লোবাল মার্কেটে ফোর্ড মাস্ট্যাং ও শেভ্রোলে ক্যামারোর সাথে কম্পিট করা এই গাড়িটাকে একটা জাপানিজ মাসেল কার বলা যায়। ফ্রন্ট-ইঞ্জিন রেয়ার-হুইল-ড্রাইভ এই গাড়িটার টপ ভ্যারিয়েন্ট হচ্ছে আরসি এফ, যেটাতে থাকে ৫০০০ সিসির ভি-৮ ইঞ্জিন। কিন্তু শুধু এই একটি ইঞ্জিনই না, লেক্সাস আরসি গাড়িটাতে মোট চারটা ইঞ্জিন অপশন আছে। বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে কমদামে যেটি পাওয়া যায়, সেটা হচ্ছে আরসি ৩০০এইচ। এই গাড়িটিতে আছে একটা ২৫০০ সিসির চার সিলিন্ডারের ইঞ্জিন ও ইলেকট্রিক মোটর। এই হাইব্রিড কুপের কম্বাইন্ড শক্তি ২২৫ হর্সপাওয়ার ও ৩০০ নিউটন-মিটার টর্ক। এই গাড়িতে ক্রাউন হাইব্রিডের একই ইঞ্জিন বসানো, তাই পার্টস ম্যানেজ করা কোনো ব্যাপার না। সাথে লেক্সাস বলে যে গাড়িটা চূড়ান্ত পর্যায়ের রিলায়েবল এটাও বলাই বাহুল্য। গাড়িটা ৮.৫ সেকেন্ডে ১০০ কিমি/ঘন্টা গতি উঠায়, ও টপ স্পিড উঠে ২০০ কিমি/ঘন্টা। হয়তো খুব ফাস্ট না, কিন্তু ঢাকা শহরে গাড়িটি নিয়ে বের হলে যে সবাই একবার হলেও ঘাড় ঘুরিয়ে তাকাবেই এটা বলে দেওয়া লাগে না। সাথে রেয়ার-হুইল-ড্রাইভ বলে চালিয়ে একটা অন্যরকম মজা তো আছেই! ❤
বাংলাদেশে এই গাড়িটির ২০১৬ মডেলের একটি রিকন্ডিশন্ড ইউনিটের দাম পড়বে ৬৫ লাখ টাকার মতো।