View Full Version : ফরেক্স কি আসলে গেম্বেলাররা নিয়ন্ত্রণ করে?
pranto
2021-06-24, 06:30 PM
ফরেক্স একটি আন্তর্জাতিক মুদ্রা বিনিময় ব্যবসায়। কারেন্সি নিয়ে যাদের বিশেষ ধারনা আছে বা যারা মার্কেট সেন্টিমেন্টাল এর সাথে নিজেকে মানিয়ে নিতে পারে তারা সহজেই প্রফিট করতে পারে। কিন্তু কথা হচ্ছে ফরেক্স কি আসলে কোন জুয়া, জুয়ারিরা কি ফরেক্স নিয়ন্ত্রণ করতে পারে? আমি বলবো পারে না কারন এখানে দৈনিক যে পরিমান অর্থের লেনদেন হয় তা কোন একজন ব্যাক্তির পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না। এটা আমার মত, এ ব্যাপারে কারো কোন ধারনা থাকলে আমাকে জানালে কৃতজ্ঞ থাকবো
Ajifakhan18
2024-11-05, 08:19 PM
ফরেক্স বাজার মূলত গেম্বেলারদের দ্বারা নিয়ন্ত্রিত নয়। এটি একটি বৈশ্বিক আর্থিক বাজার, যেখানে কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, হেজ ফান্ড, এবং বড় বড় আর্থিক প্রতিষ্ঠান সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এই বাজারের মূল লক্ষ্য মুদ্রা বিনিময়ের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন সহজ করা। তবে, খুচরা বিনিয়োগকারীরা অনেক সময় জুয়ার মতো আচরণ করতে পারে, বিশেষ করে যখন তারা অজ্ঞতা বা আবেগের ভিত্তিতে ট্রেড করে। অভিজ্ঞ ট্রেডাররা বাজার বিশ্লেষণ ও কৌশলের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.