View Full Version : আইফোন ১৩ আনছে অ্যাপল
Rakib Hashan
2021-06-27, 01:31 PM
http://forex-bangla.com/customavatars/1302825959.jpg
২০২১ সালের শেষ দিকে বাজারে আইফোন ১৩ নিয়ে আসার কথা জানিয়েছে অ্যাপল। বেশ কয়েকটি আপডেটসহ নতুন আইফোনটি বাজারে আসছে বলে মনে করেন বিশ্লেষক মিং চি কু। হুয়াওয়ের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় অ্যাপলের মার্কেট শেয়ারও বাড়বে। অ্যাপলইনসাইডারকে বিশ্লেষক চি কু জানান, ২০২২ সালের প্রথমার্ধে বাজারে ফাইভজি আইফোন এসই আনতে পারে অ্যাপল। যার মাধ্যমে বাজারে আইফোন ১৪ আনার প্রস্তুতি গ্রহণ করবে এ টেক জায়ান্ট। এ ফোনে আন্ডার ডিসপ্লে টাচ আইডি প্রদান করা হবে এবং দামও তুলনামূলকভাবে কম হবে। আইফোন এসইতে বর্তমান মডেলের সব ফিচারই যুক্ত করা হবে। অতিরিক্ত হিসেবে এ ফোনে ফাইভজি প্রযুক্তি এবং উন্নতমানের এ সিরিজ চিপ ব্যবহার করা হতে পারে বলেও জানা গেছে। আইফোন এসই ফাইভজি সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফাইভজি প্রযুক্তিসংবলিত স্মার্টফোন হবে বলে আশা করছে গবেষক মিং চি কু। এক পূর্বাভাসে তিনি জানান, ২০২২ সালের দ্বিতীয়ার্ধে অ্যাপল দুটি দামি ও দুটি সাশ্রয়ী মূল্যের আইফোন বাজারে আনতে পারে। দুটি ক্যাটাগরির প্রাথমিক মডেলে ৬ দশমিক ১ ইঞ্চি এবং ম্যাক্স ক্যাটাগরির ফোনগুলোতে ৬ দশমিক ৭ ইঞ্চির ডিসপ্লে প্রদান করা হতে পারে। চি কুর আশাবাদ, অ্যাপল তাদের ম্যাক্স সিরিজের কোনো একটি আইফোনের দাম কমিয়ে ৯০০ ডলারের মধ্যে নিয়ে আসবে। এছাড়া ২০২১ সালে আইফোনের সরবরাহ ২৩ কোটি থেকে ২৪ কোটি ইউনিট এবং ২০২২ সালে ২৫ কোটি থেকে ২৬ কোটি ইউনিটে দাঁড়াবে।
Montu Zaman
2021-07-15, 12:11 PM
অ্যাপলের নতুন আইফোনের ঘোষণা আসতে আরও প্রায় দুই মাস বাকী। এরইমধ্যে খবর মিলল, অ্যাপল তার সরবরাহকারীদের পরবর্তী প্রজন্মের আইফোনের উৎপাদনের গতি বাড়াতে বলছে। অ্যাপল বছরের শেষ নাগাদ নতুন মডেলের আইফোন, যেটি সম্ভবত "আইফোন ১৩" নামে বাজারে আসবে সেটির নয় কোটি ইউনিট তৈরি করতে বলেছে বলে প্রতিবেদনে জানিয়েছে ব্লুমবার্গ।ওই একই প্রতিবেদনে উল্লেখ রয়েছে, অ্যাপল সাধারণত তার পণ্য ঘোষণার সময় নতুন মডেলের আইফোনের প্রায় সাড়ে সাত কোটি ইউনিট তৈরি করতে বলে। সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হয়ে এর উৎপাদন বছরের শেষ পর্যন্ত চলে। তবে এ বছর অ্যাপল উৎপাদন শতকরা ২০ ভাগ বাড়াতে চায় বলে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্র উল্লেখ করে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমটি।
আইফোনের বাড়তি উৎপাদনের বড় কারণ হচ্ছে, অ্যাপল সম্ভবত আশা করছে বিশ্বজুড়ে কোভিড-১৯ এর টিকা কার্যক্রম চলার কারণে এই বছরের ফোনের বিক্রয় বাড়বে। পাশাপাশি এটি অ্যপালের প্রথম ৫জি ফোন হওয়ায় অনেক বেশি সংখ্যক গ্রাহক সম্ভবত ফোনটি হাতে পেতে চাইবেন। পরবর্তী প্রজন্মের আইফোন নিয়ে এর আগেও একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে ব্লুমবার্গ। সে অনুসারে নতুন মডেলটি আইফোন ১২ এর মতোই ফ্ল্যাট এজ ডিজাইনের হবে, তবে এর বিভিন্ন সক্ষমতার বিষয়গুলো আগের মডেলের তুলনায় যথেষ্টই বেশি থাকার কথা।
আইফোন ১৩ (বা আইফোন ১২এস) চলতি প্রজন্মের মতো একই আকারে আসবে। অর্থাৎ পর্দার মাপ ৫.৪ ইঞ্চি থেকে ৬.৭ ইঞ্চি পর্যন্ত। নতুন মডেলগুলোর কোডনেইম ডি১৬, ডি১৭, ডি৬৩, এবং ডি৬৪ বলছে নির্মাতা প্রতিষ্ঠানটি, যেগুলোর মধ্যে দুটি এন্ট্রি-লেভেল মডেল এবং আরও দুটি উন্নত মডেল, যা "প্রো" লাইনআপ নামে পরিচিত হবে বলে ধারণা পাওয়া যাচ্ছে।
http://forex-bangla.com/customavatars/939825256.jpg
প্রতিবেদন অনুসারে, এ বছরের নতুন আইফোনগুলোর মধ্যে অন্তত একটিতে এলটিপিও ডিসপ্লে থাকবে, যা পরিবর্তনশীল রিফ্রেশ রেট দেবে। গুজব আরও বলছে, আইফোন ১৩ প্রোতে প্রথমবারের মতো ১২০হার্টজ ডিসপ্লে থাকবে, যেমনটা আইপ্যাড প্রো-তে আছে। যদিও বাহ্যিক নকশা অনেকটা একই থাকবে, অ্যাপল নচের আকার কমিয়ে আনার জন্য একটি ছোট ট্রুডেপ্থ ক্যামেরায় কাজ করছে। পরবর্তী প্রজন্মের আইফোনে উন্নত অপটিক্যাল জুম এবং নতুন ভিডিও রেকর্ডিং ক্ষমতা সহ ক্যামেরা আপগ্রেড আসবে, নতুন সিস্টেম-অন-চিপ (এসওসি) এ১৪ বায়োনিকের মতো একই ছয়টি কোর থাকবে, তবে এর কর্মক্ষমতার বাড়বে। ব্লুমবার্গ আরও বলছে, অ্যাপল নচ ছাড়া এবং স্ক্রিনের নীচে টাচ আইডিসহ আইফোনের একটি সংস্করণ পরীক্ষা করছে বটে, তবে সেটা সম্ভবত এ বছর আসছে না।
BDFOREX TRADER
2021-08-31, 01:15 PM
অ্যাপলের আসন্ন আইফোন ১৩তে স্যাটেলাইট সংযোগ দেয়া হতে পারে। ম্যাকরিউমসের বরাত দিয়ে অ্যাপলের পূর্বাভাসদাতা ও গবেষক মিন চি কু দাবি করেন, আইফোন ১৩তে বিল্ট ইন স্যাটেলাইট কলিং সুবিধা জুড়ে দেয়া হবে। খবর দ্য ভার্জ। বিনিয়োগকারীদের কাছে পাঠানো এক নোটে মিন চি কু দাবি জানিয়ে বলেন, আইফোন ১৩তে সরাসরি লো আর্থ অরবিট (লিও) স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হওয়ার সক্ষমতা দেয়া হতে পারে। এ সুবিধার জন্য কোয়ালকমের কাস্টমাইজড এক্স৬০ বেজব্যান্ড চিপকে ধন্যবাদ। লিও স্যাটেলাইটগুলো মূলত ইলোন মাস্কের স্টারলিংক ইন্টারনেট সেবার মেরুদণ্ড হিসেবে সর্বাধিক পরিচিত, যা নিম্নকক্ষপথে অবস্থানরত স্যাটেলাইট ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের ইন্টারনেট সেবা দেয়। এর মাধ্যমে স্যাটেলাইট ইন্টারনেটে হাই ল্যাটেন্সি ও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো সমস্যা এড়িয়ে চলে। আইফোনে স্যাটেলাইট কলিং প্রযুক্তি ব্যবহারের এ গুজব গ্লোবালস্টারের জন্য আরো গুরুত্বপূর্ণ। চলতি বছর কোয়ালকম বাজারে তাদের এক্স৬৫ চিপ আনার ঘোষণা দিয়েছিল। এ চিপ গ্লোবালস্টারের ব্যান্ড এন৫৩ প্রযুক্তি সমর্থন করবে।
http://forex-bangla.com/customavatars/794264296.jpg
Tofazzal Mia
2021-09-09, 06:18 PM
সেপ্টেম্বরের ১৪ তারিখে অনুষ্ঠিত হবে অ্যাপলের পরবর্তী আয়োজন। অনুষ্ঠানে উন্মোচিত হতে পারে অ্যাপল ওয়াচ সিরিজ ৭, আইফোন ১৩ এর মতো প্রযুক্তি পণ্যগুলো। মঙ্গলবার আয়োজন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে অ্যাপল। কোভিড-১৯ মহামারীর মুখে গত দেড় বছরের সব আয়োজনের মতো এবারের আয়োজনও পুরোপুরি অনলাইনে অনুষ্ঠিত হবে। সেপ্টেম্বরের ১৪ তারিখ বাংলাদেশ সময় রাত ১১টায় আয়োজন শুরু করবে অ্যাপল। এবারের আয়োজনের আমন্ত্রণে ‘ক্যালিফোর্নিয়া স্ট্রিমিং’ শব্দ দুটি উল্লেখ করেছে অ্যাপল। আমন্ত্রণে দেখা গেছে, নিয়ন আলো সম্বলিত এক অ্যাপল লোগোর ভেতরে ও আশপাশে পর্বতমালার আকৃতি ফুঁটে উঠতেও। আমন্ত্রণের একটি ভিডিও ক্লিপও পোস্ট করেছেন অ্যাপলের বৈশ্বিক বিপণন প্রধান গ্রেগ জশইয়াক।
এ বছর অ্যাপল ঠিক কোন পণ্যের ঘোষণা দেবে বা গত বছরের মতো একাধিক আয়োজনের মধ্য দিয়ে ডিভাইস আনবে কি না, তা এখনও পরিষ্কার নয়। আইফোন ১৩ যে আসছে, সে বিষয়টি সম্পর্কে সবাই প্রায় নিশ্চিত। ধারণা করা হচ্ছে, অ্যাপল ওয়াচ ৭-এর দেখাও মিলতে পারে এ আয়োজনে।
15337
BDFOREX TRADER
2021-09-15, 05:04 PM
আইফোন ১৩ প্রো আসবে চারটি রঙে। ৩টি নতুন ব্যাক ক্যামেরায় আছে স্যাফায়ার লেন্স। ম্যাগসেইফ ফিচার সাপোর্ট করবে ১৩ প্রো। গ্রাফিক্স পারফর্মেন্স বাড়বে ৫০ শতাংশ। আছে সুপার রেটিনা এক্সডিআর প্রোমোশন ডিসপ্লে। ৬.১ ইঞ্চি এবং ৬.৭ ইঞ্চি-- এই দুই আকারের ডিসপ্লে থাকবে আইফোন ১৩ প্রো-তে। ৭৭ মিমি ফোকাল লেংথ সমতুল্য টেলিফটো লেন্স থাকবে এতে। ম্যাক্রো ফটোগ্রাফি করা যাবে আইফোন ১৩-তে। পেশাদার ফটোগ্রাফারদের জন্য আছে ‘ফটোগ্রাফিক স্টাইলস’ ফিচার। “পেশাদার মানের” ভিডিও ধারণ করা যাবে। শিগগিরই আসছে ‘প্রো-রেজ’ ভিডিও ফিচার। ১৩ প্রো এর দাম শুরু হবে ৯৯৯ ডলার থেকে। মেমোরি থাকবে এক টেরাবাইট পর্যন্ত।
http://forex-bangla.com/customavatars/285426945.jpg
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.