PDA

View Full Version : অ্যান্টি-ভাইরাসের পথপ্রদর্শক ম্যাকাফির প্রয়াণ



kohit
2021-06-27, 02:28 PM
স্পেনের বার্সেলোনায় এক কারাগারে মৃত্যুবরণ করেছেন অ্যান্টি-ভাইরাস সফটওয়্যারের পথপ্রদর্শক জন ম্যাকাফি। কর ফাঁকির অভিযোগে স্পেনের আদালত তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়ার ১ ঘণ্টা পরেই এ ঘটনা ঘটে।

কাতালানের বিচার বিভাগ জানায়, ডাক্তাররা ৭৫ বছর বয়সী ম্যাকাফিকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। ম্যাকাফির আইনজীবী হ্যাভিয়ের ভাইলালবা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, কারাগারে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি। দীর্ঘ নয় মাস কারাবাসে বিষণ্নতায় ভুগছিলেন এ অ্যান্টি-ভাইরাস পাইওনিয়ার।

প্রযুক্তি জগতে বিতর্কিত ম্যাকাফির প্রতিষ্ঠান বিশ্বে প্রথম বাণিজ্যকভাবে অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার বাজারজাত করে। ম্যাকাফির ভাইরাস স্ক্যানিং এটিকে প্রযুক্তি জগতের অন্যতম প্রভাবশালী প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করিয়েছে। পরবর্তী সময়ে ইন্টেল ৭৬০ কোটি ডলারে এ প্রতিষ্ঠান কিনে নেয়।

অ্যান্টি-ভাইরাস সফটওয়্যারের এ উদ্যোক্তা ১৯৪৫ সালের ১৮ সেপ্টেম্বর যুক্তরাজ্যের সিন্ডারফোর্ডে জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালে তিনি ইংল্যান্ডে আসেন এবং ম্যাকাফি ভাইরাসস্ক্যান উন্মুক্তের মাধ্যমে তার প্রতিষ্ঠানের যাত্রা হয়।


কম্পিউটারের নিরাপত্তা খাতে অন্যতম একজন পথপ্রদর্শক হলেও নিজের কম্পিউটারে তিনি কখনো ম্যাকাফি কিংবা অন্য কোনো অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার ব্যবহার করেননি। বিবিসিকে দেয়া এক সাক্ষাত্কার তিনি এ কথা স্বীকার করেন।

বণিক বার্তা