Log in

View Full Version : স্কাইপ যুগের ইতি টানছে মাইক্রোসফট!



Rassel Vuiya
2021-06-28, 12:47 PM
http://forex-bangla.com/customavatars/1623727706.jpg
উইন্ডোজ ১১ উন্মোচনের সময় স্কাইপ যুগেরও ইতি টানল মাইক্রোসফট। এখন থেকে উইন্ডোজের টাস্কবারে সরাসরি ভিডিও কনফারেন্স সফটওয়্যার ‘মাইক্রোসফট টিমস’ যুক্ত থাকবে। অনেকে মনে করছেন, ভবিষ্যতে ব্যবহারকারীদের কাছে এটিই হয়ে উঠবে স্কাইপের বিকল্প। গত বছর মহামারীর পরিপ্রেক্ষিতে জুমের সঙ্গে টেক্কা দিয়ে সম্প্রসারিত হয়েছে মাইক্রোসফট টিমস। উইন্ডোজ ১১-তে মাইক্রোসফট টিমস থাকলেও গত এক দশকের মধ্যে এ প্রথম বাদ পড়লো স্কাইপ। এ নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রযুক্তিসংশ্লিষ টরা। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ফিউচার পাবলিশিংয়ের কনটেন্ট ডিরেক্টর জেরেমি কাপলান বলেন, তোমাকে বিদায় জানাই স্কাইপ।১০ বছর আগে ৮৫০ কোটি ডলারে স্কাইপ কিনেছিল মাইক্রোসফট। ওই সময়ে রেকর্ড অর্থ ব্যয় করেছিল বিল গেটস প্রতিষ্ঠিত কোম্পানিটি। শতকোটি বারেরও বেশি ডাউনলোড হয়েছিল স্কাইপ এবং গত দশকের শুরুতে প্রধান ভিডিও মাধ্যমে পরিণত হয়েছিল। স্কাইপের প্রথম ভার্সন চালু হয় ২০০৩ সালে। এরপর বার বার আপডেটের মাধ্যমে এটি আজকের অবস্থায় এসে পৌঁছেছে। কিন্তু এর মধ্যেই ২০১৭ সালে মাইক্রোসফট নিজেদের নতুন ভিডিও কনফারেন্স অ্যাপ ‘মাইক্রোসফট টিমস’ চালু করে।