PDA

View Full Version : বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ নিষিদ্ধ যুক্তরাজ্যে!



SumonIslam
2021-06-30, 02:24 PM
http://forex-bangla.com/customavatars/1404030930.jpg
বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সকে নিষিদ্ধ করেছে যুক্তরাজ্যের আর্থিক নিয়ন্ত্রক সংস্থা। প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যে কোনও “অনুমোদনযোগ্য কার্যক্রম” পরিচালনা করতে পারবে না-- যুক্তরাজ্যের ফিনান্সিয়াল কন্ডাক্ট অথরিটি (এফসিএ) এ রায় দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি। সংস্থাটি বাইন্যান্স ডটকম সম্পর্কে একটি সতর্কবার্তাও জারি করেছে ভোক্তাদের জন্য। এতে উচ্চ রিটার্নের প্রতিশ্রুতিমূলক বিজ্ঞাপনে প্রভাবিত না হওয়ার পরামর্শ রয়েছে বিনিয়োগকারীদের জন্য। এদিকে, বাইন্যান্স বলছে, এফসিএ'র বিজ্ঞপ্তিটি তাদের ওয়েবসাইট থেকে দেওয়া পরিষেবার ওপর কোনও “সরাসরি প্রভাব ফেলবে না”। বাইন্যান্সের ক্রিপ্টো এক্সচেঞ্জ যুক্তরাজ্যভিত্তি নয়, ফলে এফসিএ'র রায়ের পরও ওয়েবসাইটটি ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সি ক্রয়-বিক্রয় করতে যুক্তরাজ্যের বাসিন্দাদের উপর কোনও প্রভাব পড়বে না। এফসিএ বলছে, সংস্থাটি ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণ করে না। তবে কোনো এক্সচেঞ্জ ক্রিপ্টোকারেন্সি লেনদেন করতে চাইলে তাকে এফসিএতে নিবন্ধিত হতে হবে। বাইন্যান্স যেহেতু এফসিএ-তে নিবন্ধিত হয়নি এবং তাই যুক্তরাজ্যে এর কার্যক্রম পরিচালনা করার অনুমতি নেই। ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে বিশ্বজুড়ে নিয়ন্ত্রক সংস্থাগুলোর পুশব্যাক চলাকালেই এফসিএ'র এই পদক্ষেপ এলো।