Log in

View Full Version : চীন থেকে ৩ লাখ গাড়ি তুলে নেবে টেসলা



EmonFX
2021-06-30, 06:43 PM
এই মুহূর্তে খবর হলো চীন থেকে ৩ লাখ গাড়ি তুলে নেবে টেসলা
14795
চীনের বাজার থেকে ২ লাখ ৮৫ হাজারেরও বেশি গাড়ি তুলে নেবে ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। তদন্তে গাড়িগুলোর অটোপাইলট সফটওয়্যারে সমস্যা পাওয়া গেছে, যা রাস্তায় দুর্ঘটনার কারণ হতে পারে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনে তৈরি ও দেশটিতে আমদানি হওয়া মডেল থ্রি ও মডেল ওয়াই গাড়িগুলো তুলে নেওয়া হবে। টেসলা কর্তৃপক্ষ দূরে থেকে বিনামূল্যে সফটওয়্যারটি তদারকি করবে।
চীনা নিয়ন্ত্রক সংস্থা স্টেট অ্যাডমিনিস্ট্রেশ ফর মার্কেট রেগুলেশনের ওয়েবসাইটে বলা হয়, এ পদক্ষেপটি বৈদ্যুতিক গাড়িগুলোর স্বয়ংক্রিয় ফাংশনের সঙ্গে যুক্ত, যা গ্রাহকরা দুর্ঘটনাক্রমে সক্রিয় করে ফেলতে পারেন। গাড়িগুলোর মধ্যে চীনে নির্মিত ২ লাখ ৪৯ হাজার ৮৫৫ ইউনিট মডেল থ্রি ও মডেল ওয়াই এবং আমদানি করা ৩৫ হাজার ৬৬৫ ইউনিট মডেল থ্রি সেডান অন্তর্ভুক্ত।

আদেশটি মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা সংস্থার জন্য সর্বশেষ ধাক্কা। সাম্প্রতিক সময়ে মারাত্মক কয়েকটি দুর্ঘটনার পর টেসলার গাড়িগুলোকে তদন্তের অধীনে নিয়ে এসেছে চীনা নিয়ন্ত্রক সংস্থা। চীনা ব্যবহারকারীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে গাড়ির গুণমান ও পরিষেবা সমস্যা নিয়ে অসংখ্য অভিযোগ তুলেছেন। এগুলো নিয়েও টেসলার বিরুদ্ধে তদন্ত চলছে।

এর আগে সাংহাইতে টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে একক কারখানা স্থাপনের অনুমতি দিয়েছিল চীন। এ পদক্ষেপ বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক গাড়ির বাজারে টেসলার যাত্রাকে সহজ করেছিল। এরই মধ্যে চীনে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে টেসলার গাড়িগুলো। প্রতিষ্ঠানটির এক চতুর্থাংশ গাড়িই বিক্রি হয় এ দেশটিতে।