Log in

View Full Version : ভিউ ওয়ান্স ফিচার চালু করল হোয়াটসঅ্যাপ



kohit
2021-07-01, 03:33 PM
ব্যবহারকারীদের অধিক নিরাপত্তা নিশ্চিতে ভিউ ওয়ান্স ফিচার চালু করল সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম হোয়াটসঅ্যাপ। এ ফিচারের মাধ্যমে কোনো ছবি বা ভিডিও পাঠানো হলে তা শুধু একবারই দেখা যাবে। খবর গ্যাজেটস নাউ।

ওয়াবিটইনফোর এক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে হোয়াটসঅ্যাপের বেটা ব্যবহারকারীরা এ ফিচার ব্যবহার করতে পারবেন এবং শুধু অ্যান্ড্রয়েডের জন্য এ ফিচার চালু করা হচ্ছে। কীভাবে এ ফিচার কাজ করবে সে বিষয়ে স্ক্রিনশটও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

ভিউ ওয়ান্স মুডের মাধ্যমে ছবি বা ভিডিওর প্রেরণ করতে হলে ব্যবহারকারীদের প্রথম পছন্দের ছবি বা ভিডিও ফাইল নির্বাচন করতে হবে। এরপর ঘড়ি আকৃতির আইকনে ক্লিক করতে হবে। অ্যাডে ক্যাপশন বারের কাছাকাছি এ অপশনটি পাওয়া যাবে। যখন অন্য আরেকজন ব্যবহারকারী এ বার্তা গ্রহণ করবেন এবং ওপেন করবেন, তখন হোয়াটসঅ্যাপ সেই ব্যবহারকারীকে এ বিষয়ে জানাবে। মিডিয়া ফাইল একবার ওপেন করার পর হোয়াটসঅ্যাপ থেকে ব্যবহারকারীকে দ্য ফটো ইজ সেট টু ভিউ ওয়ান্স। ফর মোর প্রাইভেসি দিস ফটো উইল বি ডিসেপিয়ার আফটার ইউ ক্লোজ ইট এ বার্তা দেখানো হবে।

ভিউ ওয়ান্স ফিচার ব্যবহারের আগে বেশকিছু বিষয় সম্পর্কে জেনে নিতে হবে। ওয়াবিটইনফোর ওই প্রতিবেদনে বলা হয়, যদি কোনো ব্যবহারকারী এ ধরনের মেসেজের ক্ষেত্রে রিড রিসিপ্টস অপশন বন্ধ করে দেন, তখনো অপর প্রান্তের ব্যবহারকারী এ ছবি বা ভিডিও দেখতে পারবেন। এক্ষেত্রে অপর প্রান্ত থেকে কখন মেসেজটি খোলা হয়েছে, সে বিষয়ে প্রেরণকারী কোনো তথ্য পাবেন না।

বণিক বার্তা