PDA

View Full Version : দ্বিতীয় প্রান্তিকে ২ লাখের বেশি গাড়ি সরবরাহ করেছে টেসলা



kohit
2021-07-04, 03:23 PM
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ২ লাখ ১ হাজার ২৫০ ইউনিট বৈদ্যুতিক গাড়ি সরবরাহ করেছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। বিশ্বজুড়ে চলমান চিপ সংকট থেকে বেরিয়ে আসতে পারায় গাড়ি সরবরাহ সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর এপি।

ফ্যাক্টসেটের তথ্যানুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে ওয়াল স্ট্রিট ২ লাখ ৭ হাজার বৈদ্যুতিক গাড়ি সরবরাহের অনুমান করলেও টেসলা তা পূরণ করতে পারেনি। তবে প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে গাড়ি সরবরাহের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। প্রথম প্রান্তিকে টেসলা ১ লাখ ৮৫ হাজার গাড়ি সরবরাহ করেছিল।

ক্যালিফোর্নিয়ার পালো আল্টো-কেন্দ্রিক প্রতিষ্ঠানটি জানায়, যখন কোনো গাড়ির সব কাগজপত্র ঠিক থাকে এবং গ্রাহকের কাছে যথাসময়ে পৌঁছায় তখনই সেই সরবরাহকে গণনা করা হয়। তবে গাড়ি সরবরাহের সামগ্রিক পরিমাণ শূন্য দশমিক ৫ শতাংশ বা তারও বেশি হতে পারে।

চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত টেসলার গাড়ি বিক্রির হার আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ বেড়েছে। করোনা মহামারীর কারণে গত বছর টেসলাসহ অন্যান্য গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়।

দ্বিতীয় প্রান্তিকে ১ লাখ ৯৯ হাজার ৩৬০ ইউনিট গাড়ি সরবরাহের মাধ্যমে শীর্ষে ছিল টেসলার মডেল থ্রি/ওয়াই গাড়ি। এরপর ১ হাজার ৮৯০ ইউনিট গাড়ি সরবরাহের মাধ্যমে দ্বিতীয় অবস্থানে রয়েছে মডেল এস/এক্স। এ প্রান্তিকে টেসলা ২ লাখ ৬ হাজার ৪২১ ইউনিট গাড়ি উৎপাদন করেছে, যার মধ্যে ২ হাজার ৩৪০ ইউনিট মডেল এস/এক্স।

বণিক বার্তা