Log in

View Full Version : ফরেক্সে বেশিরভাগ ট্রেডার কেন লস করে?



Montu Zaman
2021-07-04, 04:55 PM
14811
আপনি হয়তো শুনে থাকবেন, অথবা আগে শুনে না থাকলে শুনে রাখুন ফরেক্সে ৯৫% ট্রেডার লস খায়। পরিসংখ্যানটি হয়তো পুরোপুরি সত্য নয়। আসলে ৯৫% ট্রেডার নয়, ৯৫% বিগেনার ট্রেডাররা লস করে। কিন্তু কেন? কারন তারা ফরেক্সের বেসিক রুলস গুলো মেনে চলে না। দেখা যাক কি কি কারন ট্রেডাররা ফরেক্সে লস করে।
• অভিজ্ঞতার অভাবঃ প্রথম দৃষ্টিতে ফরেক্স কিন্তু সহজ মনে হয়। কারন যেহুতু লাভ অথবা লস, আন্দাজে ট্রেড করে অনেকেই প্রচুর লাভ করে ফেলে। তখন তারা সিদ্ধান্ত নেয় যে রিয়েল ট্রেডিং করবে। কিন্তু আপনি লস না করলে কখন বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন। সেজন্য আপনাকে অনেকদিন সিরিয়াসলি ডেমোতে ট্রেড করতে হবে। কিন্তু অধিকাংশ মানুষ ডেমোতে এত সময় ট্রেড করতে চায় না। সে ক্ষেত্রে সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করতে পারেন। ধরে রাখুন ফরেক্সে আপনার প্রথম ২টি ডিপোজিট আপনি হারাবেন। বুঝে ট্রেড করার চেষ্টা করুন। দেখবেন তখন ট্রেডিং অনেকটা সহজ লাগবে।
• সিগন্যালের ওপর নির্ভরশীলতাঃ অধিকাংশ ট্রেডার সিগন্যালের ওপর নির্ভরশীল। বন্ধুদের কথায় বা অপরিচিত লোকের কথায় ট্রেড করে। নিজে কোন অ্যানালাইসিস না করে কেউ বাই করতে বললেই বাই করে, সেল করতে বললে সেল করে। পরিনামে লস। আবার কেউ কেউ তো $১০০-$২০০ দিয়ে সিগন্যালও কিনে থাকেন। কিন্তু একটা কথা ভাবুন, যদি সিগন্যাল গুলো আসলেই সবসময় পারফেক্ট হত, তাহলে কেন সিগন্যাল প্রভাইডার তা বিক্রয় করছে? সে নিজে ট্রেড করেই তো বিল গেটস হয়ে যেতে পারে। সুতরাং, কারো কোন কথা শুনে বা চার্ট দেখে ঝোঁকের বসে ট্রেড করবেন না। নিজে যা বুঝেন, তা দিয়ে ট্রেড করার চেষ্টা করুন। আরও শেখার চেষ্টা করুন। অন্যদের জিজ্ঞেস করুন।
• উদ্দেশবিহীন ট্রেডিং করাঃ অধিকাংশ ট্রেডার জানে না যে বাই করতে হবে না সেল করতে হবে। প্রাইস একটু বেড়ে গেলেই তারা মনে করে যে এটা আবার কমবে, তখন সেল ট্রেড দিয়ে বসে। এভাবে ট্রেড করলে আজীবনই লস খাবেন। মার্কেট অ্যানালাইসিস করতে চেষ্টা করুন। বিডিপিপস ফরেক্স স্কুলের ইন্ডিকেটর সেকশনে দেখুন কিছু বেসিক ইন্ডিকেটর সম্পর্কে দেয়া আছে। এগুলো এবং সাথে অন্য ইন্ডিকেটর নিয়ে গবেষনা করুন। টেকনিক্যাল অ্যানালাইসিসের কিছু কিছু জিনিস শেখার চেষ্টা করুন। আস্তে আস্তে সব কিছুই আপনার কাছে সহজ হয়ে যাবে।
• বড় রিস্ক নিয়ে ট্রেড করাঃ অধিকাংশ মানুষ ফরেক্সকে মানি মেকিং মেশিন মনে করে। মনে করে ফরেক্সে ১ দিনেই ব্যালেন্স দ্বিগুণ করা যায়। অধিকাংশ ট্রেডার তার ক্যাপিটালের অনুপাতে অনেক বড় রিস্ক নিয়ে ট্রেড করে। দেখা যায় অ্যাকাউন্টে $১০০ আছে, কিন্তু $১ পিপস ভ্যালুর ট্রেড ওপেন করে বসে আছে। ১০০ পিপস আপনার বিপরিতে মুভ করলেই আপনি ফকির হয়ে যাবেন। সুতরাং সিদ্ধান্ত নিন, মানি ম্যানেজমেন্ট করতে শুরু করুন।
• ট্রেডিং স্ট্রাটেজি না থাকাঃ আপনার অবশ্যই একটি ট্রেডিং স্ট্রাটেজি থাকা উচিত। আপনি কিভাবে ট্রেড করবেন, কত পিপস স্টপ লস বা টেক প্রফিট ব্যবহার করবেন, কত ভলিউমে ট্রেড করবেন সবকিছু আগে থেকেই সেট করে রাখা উচিত। এবং আপনার সব ট্রেডেই তা ফলো করা উচিত। তা নাহলে দেখা যাবে একটি ট্রেডে আপনার প্রফিট ৫০ পিপসে $৫, আরেকটি বড় রিস্ক নিয়ে করা ট্রেডে লস ৫০ পিপসে $৫০. তাই সবার প্রথমে আপনার ট্রেডিং স্ট্রাটেজি তৈরি করুন। অন্যদের ট্রেডিং স্ট্রাটেজি দেখুন, তারপর যেটা ভাল লাগে, পরিবর্তন করে নিজের পছন্দমত নিজের ট্রেডিং সিস্টেম তৈরি করুন।
• নিজের ওপর আত্মবিশ্বাস থাকাঃ অনেক ট্রেডার অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে থাকে। তারা মনে করে প্রাইস এখন বাড়বে বা কমবে এবং সেই অনুসারে ট্রেড করে কোন প্রকার অ্যানালাইসিস ছাড়া। কিন্তু মানুষই মানুষের শত্রু। নিজেকে বিশ্বাস করবেন না। মার্কেট কি বলে তা দেখুন।
কিছু কিছু ব্যাপারে ট্রেড করার সময় সতর্ক থাকবেনঃ
• লোভ করবেন না
• ইমোশনাল হবেন না
• নিজের মনগড়া সিদ্ধান্তে ট্রেড করবেন না
• মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করবেন
• ট্রেডিং স্ট্রাটেজি মেনে চলবেন
• অ্যানালাইসিস ছাড়া কোন ট্রেড করবেন না

Starship
2021-07-04, 06:42 PM
ফরেক্সে ব্যর্থ ট্রেডারের সংখ্যা নিতান্তই কম নয় পচানব্বই পারসেন্ট ফরেক্স ট্রেডার এখানে লস করেন মাত্র পাঁচ পার্সেন্ট সফল হন। আর এই ব্যস্ততার জন্য মূলত আমরা নিজেরাই দায়ী। ফরেক্সে নিজের ব্যালেন্স হারানোর জন্য আমরা অতিরিক্ত রিক্স নিয়ে ট্রেড করে থাকি। আমরা অভিজ্ঞতা অর্জন করতে অনীহা প্রকাশ করি এবং অল্প জ্ঞান নিয়ে ট্রেড করা শুরু করি। বেশিরভাগ ক্ষেত্রে নিজের ব্যালেন্স হারানোর জন্য দায়ী হলো ওপরে সিগনাল অনুসরণ করা এবং অতিরিক্ত লটে ট্রেড করা বা যথাযথ মানি ম্যানেজমেন্ট না ফলো করা। তাই ফরেক্স লসের কারণ জানতে হবে এবং তা সমাধান করে ট্রেড করতে হবে। তাহলে আমরা লস প্রতিরোধ করতে পারবো।

K.K.BABY
2021-07-04, 07:26 PM
ফরেক্স ট্রেডাররা অনেক কারনে মার্কেটে লস করে থাকে। যেমনঃঃ মার্কেট সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন না করে ট্রেড এন্ট্রি নেওয়া, অতিরিক্ত লোভ আপনার সব থেকে বিপদের কারন হতে পারে।
প্রথমে আমাদেরকে মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী ট্রেড এন্ট্রি নিতে হবে। আর আমাদের ব্যালেন্স অনুযায়ী আমাদের ট্রেডিং লট নির্ধারণ করতে হবে। কারন লট নির্ধারণ না করে আপনি অতিরিক্ত লোভে যদি ট্রেড এন্ট্রি নেন তাহলে আপনার ব্যালেন্স জিরো হতে সময় লাগবে না।

EmonFX
2021-07-04, 10:39 PM
আপনি যথার্থই বলেছেন, আসলেই ফরেক্স মার্কেটে ৯৫% বিগেনার ট্রেডার লস করে থাকেন। এর মূল কারণ হলো অদক্ষতা। আজকাল যে কাউকে বলতে শুনি সে ফরেক্স ট্রেডার, প্রফিটেবল ট্রেডার, শুধু দেবে লাভ আর লাভ। ফরেস্কে কি আসলেই এমন ঘটে আর এই বিজনেস কি টাকা তৈরির ফরমূলা, যদি হয় তাহলে কেন সবাই প্রফিটেবল নয় কথাটা চলে আসে উওর গুলোও কমন উওর গুলো হয় ৯৫% লুজার ৫% গেইনার। এখন কথা হল কেনভাই জানা সত্বেও ৯৫% লুজারের ক্ষেএে নাম লিখাতে আসেন, কারন কি? প্রশ্ন আসতে পারে আসুন এসম্পর্কে কথা বলি :-

ফরেস্ক একটা স্মার্ট বিজনেস, আপনার লক্ষ সুনিশ্চিত না হলে এর মাধ্যমে আপনার আয় ব্যায় অনিশ্চিত হয়ে পরবে, এই মার্কেট এ কেনা বেচা করা হয় চার্ট, সুচক এর মাধ্যমে, এই সুচকের পরিবর্তন হয় বিভিন্ন মাধ্যমে যা আপনাকে জানতে হলে ফরেস্ক সম্পর্কে যথেষ্ট পরিমান জানতে হবে, আপনাকে যদি শুধু লাভ নিতে হয় তাহলে যে পরিশ্রম করতে হবে তা আপনার একার দ্বারা সম্ভব হবে কিনা আমার জানা নাই, আর বিশ্বে এমন কেউ নাই একা একা কিছু করতে পারছে কারন রিটেল ট্রেডারদের হাতে কোন নিয়ন্ত্রণ থাকে না, সবই স্মার্ট মানি এর উপর আর স্মার্ট মানি বুঝতে বুজতে আপনার চুল দাড়ি পেকে যাবে। মার্কেটে এসেই আপনি এটা বুঝে যাবেন এটা ভাবা বিশাল বড় বোকামী।

এখন আপনি বলতে পারেন কার কাছে যাবো, কার কাছে শিক্ষা নেব,নাকি ফরেস্ক বাদ দিয়ে দেবো? সবাইতো লুজার, এখানে সবাই লুজার না, রিট্রেল ট্রেডারাই লুজার বেশি হয়ে থাকে, রিট্রেল ট্রেডার লুজার হয় নানা কারনে লস হোল্ড করে রাখে মার্কেট না বুজে একাউন্টে র ১২/১৩ টা বাজায়, তাছাড়া এসএল টিপি না নেওয়ার কারনে, একাউন্টের ব্যালেন্স এর উপর নজর না দিয়ে লট নির্ধারন করে, ইত্যাদি কারনে মার খায়। ফরেস্কে উন্নতি করতে হলে আপনাকে মানি ম্যানেজমেন্ট টাইটলি মানতে হবে, রিস্ক রেশিও ও এসএল টিপি মানতে হবে, আপনি যদি ধৈর্য না রাখেন এ মার্কেট থেকে আপনি ১ পয়সাও বাড়ি নিয়ে ফিরতে পারবেন না ১০০% গ্যারান্টি, ১০ দিন কামিয়ে আমাকে বলবেন দেখেন এতদিন কি ভয়টাই না আমাকে দেখালেন আমি পারি কিন্তু যে দিন আপনি জিরো করবেন আমাকে তা দেখানো তো দূরের কথা বলতেও লজ্জা লাগবে আপনার। কারন এ মার্কেট এর কাজ ম্যানুপুলেটেট, কাজ করতে গেলে আপনার চিন্তাশক্তির প্রযোগ করতে হবে নয় হাতে হেরিকেন।

ফরেস্ক শিক্ষতে আপনি নানা মাধ্যম ব্যাবহার করতে পারেন শিক্ষকের সাহায্য নিতে পারেন, অনলাইনের সাহায্যে নিতে পারেন, বই পুস্তকের সাহায্য নিতে পারেন। আমরা বাঙ্গালি তো বই পুস্তক আর অনলাইনের প্রোপারলি শিক্ষা নিতে পারবেন না কারন আপনার ধৈর্য নাই, তাই ধৈর্য না থাকলে ভালো বুজমান ব্যাক্তির কাছ থেকে শিক্ষা গ্রহন করেন, প্রাকটিস করেন, শুধু প্রাকটিস করেন।

তাই এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য দরকার ফরেক্স ট্রেডিং বুদ্ধি বা জ্ঞান অথবা দক্ষতা এবং অভিজ্ঞতা। আপনার যতই মূলধন থাকুক না কেন যদি আপনার ফরেক্স ট্রেডিং সম্পর্কে কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে এই মুলধন অর্থহীন। ফরেক্স অভিজ্ঞতা ছাড়া যদি আপনি 1000 ডলার অথবা তারও বেশি মূলধন নিয়ে ট্রেড করেন তাহলে ব্যালেন্স শূন্য হওয়া সময়ের ব্যাপার মাত্র। ফরেক্স মার্কেটে মূলধন এর থেকেও অধিক বেশি কার্যকর ফরেক্স দক্ষতা এবং অভিজ্ঞতা। ফরেক্স মার্কেটে অনেক ট্রেডার এসেছেন আবার অনেক ট্রেডার ঝড়েও গেছেন শুধুমাত্র অনভিজ্ঞভাবে ট্রেড করার কারণে। তাই আমি বলবো ফরেক্স ট্রেডিং এর জন্য মূলধনের থেকেও অনেক অনেক বেশি দরকারি ফরেক্স ট্রেডিং দক্ষতা।

pervezahmad
2021-07-05, 07:38 AM
ব্রো, ব্যবসায়ীদের তাদের অর্থ সাধারণত হারাতে পারে এমন অনেক কারণ রয়েছে, এটি অভিজ্ঞতা এবং জ্ঞানের অভাব এবং খারাপ অর্থ পরিচালন এবং অন্ধভাবে লাইভ মার্কেটে ব্যবসা করে, এবং ট্রেডিং সিগন্যালের অপব্যবহার এবং কিছু সময় ব্যবসায়ী সঠিকভাবে নিয়ম অনুসরণ না করে যদি ট্রেডের পক্ষে হয় এবং এটি লাভের দিকে চলে যাবে এবং সেই সময়ে লোভ সহজেই হ্যান্ডেল করা যায় না এবং এটাই যে তারা ভাল লাভের জন্য অপেক্ষা করতে পারে না কেবল সামান্য লাভের জন্য তারা লাভ করে এবং বাণিজ্যটি বন্ধ করে দেয় যা বাণিজ্য তাদের আরও বেশি লাভ দেয় যদি কিছুটা সময় চলবে তবে । এবং জিনিসটি দেখায় যে ব্যবসায়ীরা কত তাড়াতাড়ি আমাদের ধৈর্য বজায় রাখা উচিত এবং সমস্ত কারণ পরিচালনা করতে হবে তবে একটি ভাল মুনাফা অর্জন করা যায়। ধন্যবাদ

SaifulRahman
2021-12-30, 12:48 PM
ফরেক্স ট্রেডিং এ সফল হতে হলে আপনাকে অবশ্যই কিছু কিছু বিষয় মানতে হবে এবং কিছু কিছু বিষয় বাদ দিতে হবে। ফরেক্স এ সফল হতে হলে আপনাকে যা মানতে হবেঃ
.
১. সুন্দর একটি স্ট্রাটেজি কন্টিনিউ মানতে হবে।
২. শৃংখলামত ট্রেড করতে হবে।
৩. টার্মিনালে ডিফল্ট ইন্ডিকেটর ব্যবহার করতে হবে।
৪. হাজারো সুযোগ আসুক নিজের ট্র্যাকেই থাকতে হবে।
৫. অবশ্যই লং টাইমফ্রেম ফলো করতে হবে।
৬. লটসাইজ সবসময় সমান রাখতে হবে।
৭. মেন্টালী দুশ্চিন্তামুক্ত থাকতে হবে।
৮. লোভমুক্ত থাকতে হবে।
৯. পরিবার , বন্ধুবান্ধব, সমাজকে সময় দিতে হবে।
১০. নিজেকে মনে করতে হবে আমি একজন স্মার্ট ব্যবসায়ী।
ফরেক্স এ সফল হতে হলে আপনাকে যা বাদ দিতে হবেঃ
.
১. অভার ট্রেড করা যাবেনা।
২. অভার লট ব্যবহার করা যাবেনা।
৩. নিজের সিস্টেম বারবার চেঞ্জ করা যাবেনা।
৪. EA (ফরেক্স রোবট) হাবিজাবি ইন্ডিকেটর ব্যবহার করা যাবেনা।
৫. সারাদিন টার্মিনালের সামনে বসে থাকা যাবেনা।
৬. টার্গেট ফিলআপ হলে আর ট্রেড করা যাবেনা।
আর সবকিছুর সাথে আপনাকে মানতে হবে মানি ম্যানেজমেন্ট “ If you’re ignoring money management, it is the same as if you’re ignoring success” যতই ভাল স্ট্রাটেজি হোকনা কেন মানি ম্যানেজমেন্ট ছাড়া সেটা মুখ থুবড়ে পড়বে।
প্রত্যেকেই ট্রেড ভাল জানেন। কিন্তু ছোটখাট কিছু জিনিস না মানার কারণেই ব্যর্থ হয়ে যায় সব প্রচেষ্টা। ইনশাল্লাহ একদিন প্রত্যেকেই একজন সফল ট্রেডার হয়ে উঠবেন। আজকের লস, ব্যর্থতা হয়তো সফলতার পথের সিড়ি।
16353

Mas26
2021-12-30, 03:59 PM
ফরেক্স ট্রেডাররা অনেক কারনে মার্কেটে লস করে থাকে। যেমন মার্কেট সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন না করে ট্রেড এন্ট্রি নেওয়া, অতিরিক্ত লোভ আপনার সব থেকে বিপদের কারন হতে পারে।নিজের ব্যালেন্স হারানোর জন্য আমরা অতিরিক্ত রিক্স নিয়ে ট্রেড করে থাকি। আমরা অভিজ্ঞতা অর্জন করতে অনীহা প্রকাশ করি এবং অল্প জ্ঞান নিয়ে ট্রেড করা শুরু করি।প্রথমে আমাদেরকে মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী ট্রেড এন্ট্রি নিতে হবে। আর আমাদের ব্যালেন্স অনুযায়ী আমাদের ট্রেডিং লট নির্ধারণ করতে হবে। ট্রেডিং সিগন্যালের অপব্যবহার এবং কিছু সময় ব্যবসায়ী সঠিকভাবে নিয়ম অনুসরণ না করে যদি ট্রেডের পক্ষে হয় এবং এটি লাভের দিকে চলে যাবে এবং সেই সময়ে লোভ সহজেই হ্যান্ডেল করা যায় না এবং এটাই যে তারা ভাল লাভের জন্য অপেক্ষা করতে পারে না! কারন লট নির্ধারণ না করে আপনি অতিরিক্ত লোভে যদি ট্রেড এন্ট্রি নেন তাহলে আপনার ব্যালেন্স জিরো হতে সময় লাগবে না।