Log in

View Full Version : বদলে যাচ্ছে ইনস্টাগ্রাম!



SUROZ Islam
2021-07-04, 05:15 PM
http://forex-bangla.com/customavatars/110521641.jpg
ফেসবুকের মালিকানাধীন ছবি শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম তাদের ধরণ পরিবর্তনে আগ্রহ প্রকাশ করেছে। তিষ্ঠানটির প্রধান নির্বাহী অ্যাডাম মোশারি এক ভিডিও বার্তায় বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নিজেদেরকে গুগলের ইউটিউব, টিকটক বা অন্যান্য ভিডিও প্ল্যাটফর্মগুলোর প্রতিযোগিতায় অংশ নিতে ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। তাই আমাদের ইনস্টাগ্রামের ফিচারগুলোতেও পরিবর্তন আসছে। আমরা ইনস্টাগ্রামে সবসময় এমন নতুন সব ফিচার তৈরি করার চেষ্টা করি, যা ব্যবহারকারীদের নতুন সব অভিজ্ঞতা অর্জনে সাহায্য করে। বর্তমানে আমাদের লক্ষ্য ৪টি কি পয়েন্টের উপর, তা হচ্ছে ক্রিয়েটর, ভিডিও, শপিং ও ম্যাসেজিং। ভিডিওর বিষয়ে জোর দিয়ে অ্যাডাম বলেন, অনলাইনে সব বড় বড় প্ল্যাটফর্মে এখন প্রচুর পরিমাণে ভিডিও কন্টেন্ট বৃদ্ধি পাচ্ছে। তাই আমি মনে করি আমাদেরও এখনও এই দিকে আরও ঝোঁকা উচিত। এই বিষয়ে বিজনেস ইনসাইডারে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এই ঘোষণা আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ ইতোমধ্যেই ইনস্টাগ্রাম তাদের ভেতর বিশাল পরিবর্তন এনেছে। এছাড়াও গত কয়েক বছরে তাদের নিজেদের ছবি শেয়ারিং থেকে ভিডিও প্ল্যাটফর্মে রূপান্তর করার চেষ্টাও স্পষ্ট দেখা গিয়েছে। ইউটিউবকে টেক্কা দিতে বছর কয়েক আগেই আইজিটিভি নামে ভিডিও পোস্ট করার সুবিধা চালু করে ইনস্টাগ্রাম। কিন্তু আশানুরূপ জনপ্রিয় হয়নি তাদের ফিচারটি।
এদিকে খুব দ্রুতই জনপ্রিয় হওয়া চীনা অ্যাপ টিকটিককেও এখন বড় ধরণের হুমকি মনে করছে প্রতিষ্ঠানটি। যদিও টিকটকের প্রতিদ্বন্দ্বী হিসেবে ইতোমধ্যেই ইনস্টাগ্রামের প্রথম শর্ট ভিডিও ফরম্যাট ফিচার 'রিল' চালু করেছিলো। যা পরবর্তীতে ইনস্টার অধিগ্রহণকারি প্রতিষ্ঠান ফেসবুকও নিজেদের ফিচার হিসেবে ব্যবহার করে। লগরিদম ও ভিডিওর মাধ্যমে ইনস্টাগ্রামকে একটি বিনোদনমূলক অ্যাপ হিসেবে জনপ্রিয় করতে আইজিটিভি, রিলস ও স্টোরিজের ভিডিও ফুল স্ক্রিন দেখার সুযোগ রাখা হচ্ছে বলেও জানানো হয় ভিডিওটিতে।