PDA

View Full Version : কোভিডময় অর্থবছরে ৪১ বিলিয়ন লক্ষ্য নিয়ে রপ্তানি হয়েছে ৩৮.৭ বিলিয়ন ডলারের পণ্য!



SumonIslam
2021-07-07, 11:37 AM
14836
২০২০-২১ অর্থবছরে ৪১ বিলিয়ন ডলারের পণ্য রফতানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছিলো। তবে রপ্তানী উন্নয়ন ব্যুরো জানিয়েছে রফতানি হয়েছে ৩৮ দশমিক ৭ ডলারের পণ্য। এ হিসেবে লক্ষ্যের চেয়ে ৫ দশমিক ৪৭ শতাংশ কম রফতানি হয়েছে।
২০১৯-২০ অর্থবছরে পণ্য রফতানি হয়েছিলো ৩৩.৬ বিলিয়ন ডলারের। সেই হিসেবে রপ্তানি বেড়েছে ১৫.১০ শতাংশ।
এদিকে রপ্তানি আয়ের সবচেয়ে বড় অবদানকারী ছিলো তৈরি পোশাক খাত যা মোট আয়ের প্রায় ৮১ শতাংশ। এছাড়াও উল্লেখযোগ্য অবদান রেখেছে পাট ও পাটজাত ও চামড়া ও চামড়াজাত পণ্য। এই খাতে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ৩১ শতাংশ ও ১৮ শতাংশ।
সদ্য চালু হওয়া ২০২১-২২ অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫১ বিলিয়ন ডলার!