PDA

View Full Version : ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর ড্রিম কার যুগের অবসান



Rakib Hashan
2021-07-11, 03:59 PM
14864
ল্যাম্বরগিনির সিইও স্টিফেন উইংকেলম্যান এর ঘোষণা, অ্যাভেন্টেডর উল্টিমে হবে ল্যাম্বরগিনির শেষ একদম খাঁটি ভি-১২ গাড়ি। অর্থাৎ, ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর উল্টিমে : ওয়ার্ল্ড প্রিমিয়ার”। ভোক্সওয়াগেন গ্রুপের ব্র্যান্ডগুলোর মধ্যে ল্যাম্বরগিনি ও পোর্শে ২টাই থাকার কারণে অ্যাভেন্টেডর যেদিন ‘রিং-এ ল্যাপ করছিলো, মাত্র ২য় ল্যাপেই গাড়িটা সেই সময়ে ‘রিং-এ দুনিয়ার ২য় কুইকেস্ট গাড়ির রেকর্ড বাগিয়ে ফেলে। কিন্তু এরপর আরও ভালো টাইমের জন্য যে আরও ২-৩টা ল্যাপ করবে, সেই সুযোগ দেওয়া হয়নি। কারণ, সেই সময়ে ‘রিং-এ দুনিয়ার সবচেয়ে কুইকেস্ট গাড়ি ছিলো পোর্শে ৯১৮, যেটা অ্যাভেন্টেডর এসভি-এর চেয়ে ১২৫ হর্সপাওয়ার বেশি নিয়ে ও হাইব্রিড হওয়া সত্ত্বেও এসভির চেয়ে মাত্র ২ সেকেন্ড ফাস্ট থাকে। ভোক্সওয়াগেন গ্রুপের উপর পর্যায়ের থেকে অর্ডার আসে অ্যাভেন্টেডর এসভিকে আর ল্যাপ না করানোর, কারণ তাদের ভয় ছিলো যে তাদের মিলিওন-ডলার দামি পোর্শে ৯১৮-কে বিট করবে ৫ লাখ ডলারের অ্যাভেন্টেডর এসভি। মুলত অ্যাভেন্টেডরের ‘ছেলে’ হবে হাইব্রিড সুপারকার। পিওর ভি-১২ ইঞ্জিন যুগের অবসান ঘটালো তারা। বিদায়, অ্যাভেন্টেডর।