Log in

View Full Version : বৈশ্বিক পিসি রফতানি বেড়েছে ৪৫%



kohit
2021-07-11, 04:55 PM
গত বছরের দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর পর চলতি বছরের প্রথম প্রান্তিকেও চাঙ্গা বৈশ্বিক ব্যক্তিগত কম্পিউটারের (পিসি) বাজার। জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে পিসি রফতানি ৪৫ শতাংশ বেড়ে ৭ কোটি ৫৬ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। অবশ্য গত বছরের প্রথম প্রান্তিকে করোনা মহামারীর প্রথম দিনগুলোতে পুরো বিশ্ব থমকে দাঁড়িয়েছিল। তবে গত বছরের চতুর্থ প্রান্তিকের তুলনায় ২০২১ সালের প্রথম প্রান্তিকে পিসির চালান ১৪ শতাংশ কমেছে।

কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, ২৪ শতাংশ বাজার শেয়ার নিয়ে প্রথম প্রান্তিকে শীর্ষে ছিল চীনা কম্পিউটার নির্মাতা কোম্পানি লেনোভো। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে এইচপি (২৩%) ও ডেল (১৭%)। চতুর্থ স্থানে থাকা অ্যাপলের বাজার শেয়ার ৯ শতাংশ। গেমিং নোটবুকের চাহিদা বৃদ্ধি এবং ঘরে বসে কাজ ও শিক্ষার্থীদের ক্লাসের কারণে পিসি বিক্রিতে চাঙ্গা ভাব ছিল বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠানটি।

বণিক বার্তা