PDA

View Full Version : ঈদের আগে রবি ও সোম শেয়ারবাজারে স্বাভাবিক সময়ের মত লেনদেন



BDFOREX TRADER
2021-07-15, 12:18 PM
14901
বাংকের নতুন সময়সূচীর সঙ্গে মিল রেখে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময় ঘোষণা করেছে বিএসইসি, যাতে ঈদের আগে রবি ও সোমবারও লেনদেন হবে। এই দু’দিনসহ বৃহস্পতিবার আগের মত স্বাভাবিক সময় অর্থাৎ সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সাড়ে চার ঘণ্টা লেনদেন হবে। বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন সময় জানানো হয়েছে। এতে বলা হয়, ১৫, ১৮ ও ১৯ জুলাই পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত হবে। অন্যদিকে ঈদের পর আবার কঠোর লকডাউন শুরু হলে তখন ২৫ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত একটা পর্যন্ত লেনদেন হবে বলে জানিয়েছে বিএসইসি।
কঠোর লকডাউনে বুধবার পর্যন্ত সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ২টায় চার ঘণ্টা লেনদেন হচ্ছিল। কোরবানির ঈদের আগে মহামারী নিয়ন্ত্রণে কঠোর লকডাউন বৃহস্পতিবার থেকে সরকার শিথিল করার পর ব্যাংক লেনদেনও স্বাভাবিক সময়ে ফিরছে কয়েকদিনের জন্য। সরকারের সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে বাংলাদেশে ব্যাংক মঙ্গলবার জানিয়েছিল, ১৫, ১৮ ও ১৯ জুলাই সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। এরপর ঈদের ছুটি শেষে ২৫ জুলাই থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হবে।