Log in

View Full Version : আগের চেয়ে কম দামে ফোল্ডএবল স্মার্টফোন আনছে স্যামসাং!



BDFOREX TRADER
2021-07-18, 02:24 PM
http://forex-bangla.com/customavatars/1360218141.jpg
আগামী মাসে দেখা মিলতে পারে নতুন স্যামসাং ফোল্ডএবল স্মার্টফোনের। ধারণা করা হচ্ছে, আগের ফোল্ডএবল মডেলের তুলনায় নতুন মডেলের দাম কম রাখবে স্যামসাং। অন্তত সেরকম-ই আভাস দিয়েছেন শিল্প সূত্ররা। ইয়োনহাপ নিউজ এজেন্সির বরাত দিয়ে কোরিয়া টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন গ্যালাক্সি জেড ফোল্ড৩ –এর দাম এক হাজার সাতশ’ ৪৪ ডলার (১৯ লাখ ৯০ হাজার ওন) নির্ধারণ করতে পারে স্যামসাং। সে হিসেবে আগের মডেলের তুলনায় নতুন মডেলের দাম কমছে ১৭ শতাংশ। গত বছরের সেপ্টেম্বরে গ্যালাক্সি জেড ফোল্ড ২ উন্মোচন করেছিল স্যামসাং। সে সময় ফোনটির দাম ধরা হয়েছিল এক হাজার নয়শ’ ৯৯ ডলার ৯৯ সেন্ট। পরে চলতি বছরের এপ্রিলে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ এক প্রতিবেদনে জানায়, গ্যালাক্সি ফোল্ড ২ এর দাম দুইশ’ ডলার কমিয়ে এক হাজার সাতশ’ ৯৯ ডলার ৯৯ সেন্ট করছে স্যামসাং।
শুধু নতুন গ্যালাক্সি জেড ফোল্ড ৩ নয়, নতুন গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ এর দামও কমাবে স্যামসাং। আগের মডেলের তুলনায় ২২ শতাংশ কম দামে ফোনটি কিনতে পারবেন আগ্রহীরা। শিল্প সূত্ররা বলছেন, ১২ লাখ ৮০ হাজার ওন মূল্যে আসতে পারে গ্যালাক্সি জেড ফ্লিপ ৩। কোরিয়া টাইমস বলছে, নিজেদের ফোল্ডএবল স্মার্টফোনের বিক্রি বাড়াতে চাইছে স্যামসাং, দাম কমানোর পদক্ষেপটি সেজন্যই নেওয়া। এ ছাড়া অ্যাপলের সঙ্গেও বাজার লড়াইয়ে এগিয়ে থাকতে চাইছে দক্ষিণ কোরিয়ান এ প্রযুক্তি জায়ান্ট। বছর শেষে অ্যাপলেরও ফোল্ডএবল স্মার্টফোন আনার কথা রয়েছে। আশা করা হচ্ছে, ১১ অগাস্ট নতুন দুই ফোল্ডএবল স্মার্টফোনের ব্যাপারে জানাবে স্যামসাং। নতুন অ্যাকসেসরিজও আনবে প্রতিষ্ঠানটি। অন্যদিকে, সেপ্টেম্বরে নতুন আইফোন আনবে অ্যাপল।