PDA

View Full Version : অনলাইনে কোরবানির পশু ও কসাই



DhakaFX
2021-07-18, 02:38 PM
http://forex-bangla.com/customavatars/1529510753.jpg
করোনা সংক্রমণ রোধে অনলাইনে কোরবানির পশু বেচাকেনায় উত্সাহিত করা হচ্ছে ক্রেতা-বিক্রেতা উভয়কেই। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানও পশু কেনাবেচা থেকে শুরু করে কসাই ও কোরবানির মাংস প্রসেসিংয়ের সেবা দিচ্ছে। কোরবানির ঈদের বেশি দেরি নেই। সময়টা স্বাভাবিক হলে এরই মধ্যে জমে উঠত কোরবানির পশুর হাট। কিন্তু করোনা থেকে বাঁচতে অনলাইনে কোরবানির পশু ক্রয় ও বিক্রয়ের উপর জোর দেওয়া হয়েছে। এখন তাই অনলাইনে পশুর হাটে নজর ক্রেতা-বিক্রেতাদের। করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলছে কঠোর লকডাউন। এ নিয়ে কোরবানির পশুর কেনাবেচা নিয়ে দুশ্চিন্তায় ক্রেতা-বিক্রেতা দুই পক্ষই। এই অবস্থায় ডিজিটাল কোরবানির হাটে সমাধান খুঁজছেন তাঁরা। এরই মধ্যে অনলাইনে শুরু হয়ে গেছে কোরবানির পশুর বিকিকিনি।
অনলাইনে কোরবানির পশু কেনাবেচায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু ঢাকা ও বড় বড় শহর নয়, দেশের সব জেলা, এমনকি উপজেলাগুলোতেও অনলাইনে পশু কেনাবেচায় জোর দেওয়া হয়েছে এবার। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করে এবারের ডিজিটাল কোরবানির হাট বাস্তবায়ন করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ও বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন (বিডিএফএ)।
এ ছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, খামারি ও ফার্ম অনলাইনে কোরবানির পশু বিক্রয় করছে। এসব প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ডিজিটাল হাট ডট নেট (www.digitalhaat.net), ইভ্যালি (evaly.com bd), বিক্রয় ডটকম (bikroy.com), দারাজ (www.daraz.com), প্রাণ-আরএফএল গ্রুপের ই-কমার্স প্রতিষ্ঠান অথবা ডটকম (www.othoba.com), বেঙ্গল মিট (qurbani.bengalmeat.com), প্রিয় শপ ডটকম (priyoshop.com), আজকের ডিল ডটকমে (classified.ajkerdeal.com) সহ আরো অনেক প্রতিষ্ঠান। প্রান্তিক পর্যায়ের অনেকেই নিজেদের নামে ব্যক্তি উদ্যোগেও অনলাইনে পশু বিক্রি করছেন।
অনলাইন হাটে কোরবানির পশুর ছবি ও ভিডিও, ওজন, দাঁত, রংসহ যাবতীয় তথ্য উল্লেখ করা থাকে। পশুর মালিক কিংবা খামারির মোবাইল নম্বরও উল্লেখ থাকে। সেখান থেকে তথ্য নিয়ে প্রকৃত মালিকের সঙ্গে কথা বলেও পশু কেনা যাবে অনলাইন থেকে। এখান থেকে পশু কিনে নির্দিষ্ট দিন পর্যন্ত রেখেও দিতে পারবেন। ঈদের আগে হোম ডেলিভারি সেবায় তারা বাড়িতে পৌঁছে দেবে কোরবানির পশু। এসব প্রতিষ্ঠানের পাশাপাশি অনেক খামারি ব্যক্তি উদ্যোগে পশুর ছবি-ভিডিও এবং প্রয়োজনীয় তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন। লাইভ দেখানোর ব্যবস্থা করেছেন। সেখান থেকেও কিনতে পারবেন কোরবানির পশু। এসব অনলাইন হাটে পশু কেনায় ঢাকার মধ্যে সার্ভিস চার্জ ও ডেলিভারি চার্জ রাখা হয় পাঁচ হাজার থেকে তিন হাজার টাকা।