View Full Version : কোন কারেন্সি গুলোর উপর ট্রেড করা উচিত বলে আপনি মনে করেন?
khadiza
2021-07-19, 08:52 AM
আমরা সব সময় পারি আর না পারি ট্রেড করতে খুব ভালো বাসি।কিন্তু কোন কোন কারেন্সির উপর ট্রেড করা উচিত এই আমরা অনেকেই জানিনা।
আমি মনে করি মেজর কারেন্সি গুলোর উপর ট্রেড করা উচিত কারন এই কারেন্সি গুলো খুব বেশি মুভমেন্ট থাকেনা এবং যদি ট্রেড বিপক্ষে যায় তাহলে পুনরায় নিজের জায়গায় ফিরে আসার সম্ভাবনা থাকে।তাই লসের হার অনেক কম থাকে।
এই মেজর কারেন্সি গুলোঃ
1. Eurusd
2. Gbpusd.
3.usdcad
4.cap jpy
এই গুলোর উপর ট্রেড করা অনেক ভালো কারন এই গুলো মুভমেন্ট প্রায় সময় একই রকম থাকে তাই একটু এনালাইসিস করে যদি আপনি ট্রেড করেন তাহলে সফল হতে পারবেন।
Starship
2021-07-19, 09:32 AM
ফরেক্স ট্রেড করার জন্য সঠিক পেয়ার সিলেকশন করা খুবই জরুরি। যার উপর নির্ভর করে আপনার ট্রেড ক্যারিয়ারের সফলতা এবং ব্যর্থতা নির্ভর করবে। এ জন্য আপনাকে প্রথমে জানতে হবে কোনটি সেভ পেয়ার এবং কোনটি ডেঞ্জারাস পেয়ার। আমি প্রথমেই বলে রাখি সবচাইতে ডেঞ্জারাস পেয়ার হল গোল্ড, ক্রুড অয়েল। এগুলোর মুভমেন্ট অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে পারে হ্রাস পেতে পারে। যার ফলে আপনার ব্যালেন্স রিক্সের মধ্যে পড়তে পারে। সবচাইতে সে পেয়ার হলো বিভিন্ন ধরনের কারেন্সি তার মধ্যে অন্যতম হলো eurusd, gbpusd, usdjpy, audusd, usdnzd. তাই প্রথমে পেয়ার সিলেক্ট করা উপর নির্ভর গুরুত্ব দিতে হবে।
EmonFX
2021-07-19, 11:28 AM
আমরা সব সময় পারি আর না পারি ট্রেড করতে খুব ভালো বাসি।কিন্তু কোন কোন কারেন্সির উপর ট্রেড করা উচিত এই আমরা অনেকেই জানিনা।
আমি মনে করি মেজর কারেন্সি গুলোর উপর ট্রেড করা উচিত কারন এই কারেন্সি গুলো খুব বেশি মুভমেন্ট থাকেনা এবং যদি ট্রেড বিপক্ষে যায় তাহলে পুনরায় নিজের জায়গায় ফিরে আসার সম্ভাবনা থাকে।তাই লসের হার অনেক কম থাকে।
এই মেজর কারেন্সি গুলোঃ
1. Eurusd
2. Gbpusd.
3.usdcad
4.cap jpy
এই গুলোর উপর ট্রেড করা অনেক ভালো কারন এই গুলো মুভমেন্ট প্রায় সময় একই রকম থাকে তাই একটু এনালাইসিস করে যদি আপনি ট্রেড করেন তাহলে সফল হতে পারবেন।
আমাদেরকে সব সময় মেজর কারেন্সি পেয়ারে ট্রেড করা উচিত। আমি সাধারণত gbpusd, eurusd, gbpjpy, usdjpy ইত্যাদি কারেন্সি পেয়ারে ট্রেড করে থাকি। আপনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। আমরা অনেকে শুরুতেই বেশি প্রফিট করার আশায় মেজর কারেন্সি বাদ দিয়ে বিভিন্ন ধরনের মেটাল, যেমন- গোল্ড, সিলভার অথবা অয়েলে ট্রেড নিয়ে বসি। আর এটাই অতি দ্রুত ব্যালেন্স হারানোর এবং মার্কেট থেকে ছিটকে পড়ার মূল কারণ। বিশেষ করে নভিস ট্রেডাররা এই কাজগুলো করে থাকেন। ফরেক্স ট্রেডিং এর শুরুতে মেজর কারেন্সি, যেমন- eurusd, usdeur, gpbusd, usdjpy ইত্যাদি কারেন্সিতে ট্রেড করা উচিত। এসব কারেন্সিতে ট্রেড করলে আপনি প্রফিট কম করলেও বড় ধরনের লস করার সম্ভাবনা খুবই কম থাকে। হাই ভলাটাইল কারেন্সিতে ট্রেড করার জন্য অনেক অভিজ্ঞতা এবং মূলধনের দরকার রয়েছে। কমপক্ষে 2/3 বছরের ট্রেডিং অভিজ্ঞতা ছাড়া এসব হাই ভোলাটাইল পেয়ারে ট্রেড করা উচিত নয়।
md mehedi hasan
2021-07-19, 12:27 PM
ফরেক্স মার্কেটে হাজার হাজার কারেন্সি আছে।আপনি চাইলে যে কোন করেন্সিতে ট্রেড করতে পারবেন।কোন সমস্যা নেই।তবে ফরেক্স মার্কেটে সব কারেন্সিতে ট্রেড করা উচিত নয়।অনেক ট্রেডার আছে যারা পাচ থেকে সাতটি পেয়ারে ট্রেড করে।আসলে এতোগুলো কারেন্সি তে ট্রেড করলে আপনি সফল হতে পারবেন না।ফরেক্স মার্কেটে সফল হতে গেলে এক থেকে দুটি কারেন্সি পিয়ার বেছে নিয়ে ট্রেড করবেন।এতে আপনি অনেক উন্নতি করতে পারবেন।আমি ইউরোইউএসডি ও জিবিপি এই দুটি পিয়ারে ট্রেড করি ।
এই কারেন্সি পেয়ার এর বিষয়টি কেউ জোর দিয়ে বলতে পারবে না। এখানে আমরা সবাই কাজ করি লাভের আশায় তাই ট্রেড করার পূর্বে অবশ্যই নিউজ এনালাইসিস করে নিতে হবে। সেই সাথে পূর্বের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন চেক করে নিতে হবে। গোল্ড অনেক লোভনীয় পেয়ার সর্ট টাইমে অনেক পিপস অর্জন করা যায় কিন্তু একদিন আপনার বিপক্ষে চলে গেলে লস নিয়ে কাটতে ইচ্ছা করবে না আর তখন লসের পরিমাণ বৃদ্ধি পেয়ে একাউন্ট জিরো হয়ে যায়।
Sakib42
2021-07-19, 11:50 PM
অবস্থা বুঝে যেকোনো কারেন্সি পেয়ারের উপর ট্রেডিং করা যায়। যেহেতু এখানে কারেন্সি পেয়ারঃ দেওয়া আছে সুতরাং আপনি প্রতিটি কারেন্সি পেয়ার থেকেই অর্থ উপার্জন করতে পারবেন। কোনো কারেন্সি পেয়ার নির্দিষ্টভাবে কখনোই অর্থ উপার্জনের সহায়তা করে না বিভিন্ন ক্ষেত্র ভাগে এবং বিভিন্ন সময়ে অবস্থা বুঝে অর্থ উপার্জন করা যায় প্রতিটি কারেন্সি দেয়া থেকে। আপনি যেকোন কারেন্সি পেয়ারের উপর যদি মাস্টার হয়ে থাকেন তাহলে সে কারেন্সি পেয়ার কে বেছে নিতে পারেন ট্রেডিং করার জন্য।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.