PDA

View Full Version : গাড়ি মেইন্টেনেন্সের সাত-সতেরো



SUROZ Islam
2021-07-19, 12:09 PM
14925
শখের গাড়িটিতে LED Headlight Bulb লাগানোর চিন্তা করছেন? সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কি? গাড়ির লাইটিং সিস্টেম কি আসলেও আপগ্রেড হবে? নাকি আবার LED Bulb হিট হয়ে পুরো Headlight সহ জ্বলে যাবে!
পার্ট-১
তো হেডলাইন দেখেই আশা করি বুঝতে পারছেন আজকে আমার আলোচনার বিষয়টি হলো Aftermarket LED Headlight Bulb। এই পোস্টে Aftermarket LED Headlight Bulb নিয়ে বিস্তারিত A-Z আলোচনা করা হবে। যেহেতু বাংলাদেশেও এখন Aftermarket LED Headlight Bulb প্রবেশ করতে শুরু করেছে, তাই আপনাদের মাঝে আমরা সবকিছু একদম বিস্তারিত তুলে ধরব। আপনার গাড়ীতে এটী সমস্যা করবে কিনা তাও তুলে ধরা হবে! এই এক পোস্টেই আপনাদের সকলের মোস্ট কমন প্রশ্নের উত্তর আর LED Headlight নিয়ে সকল কনফিউশন দূর করার চেষ্টা করব। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক!
LED Headlight Bulb :-
এমন একসময় ছিলো যখন রাস্তায় হলুদ আলোর হ্যালোজেন ছাড়া কিছুই চোখে পড়ত না। এখন সে দিন বদলেছে। নতুন প্রযুক্তির সকল গাড়ির সাথেই এখন LED Headlight আসছে। তো চলুন প্রথম যানা যাক LED Headlight Bulb কিভাবে কাজ করে বা ছোট করে এর মেকানিজম!
মূলত সকল Aftermarket LED Headlight Bulb এর সামনের একটা ছোট LED chip থাকে যেখানে থেকে আলোটা বের হয়(একেই LED এর প্রাণ বলা হয়)। তো এই LED chip মূলত একটা semiconductor হিসেবে কাজ করে যেখানে এর মধ্য দিয়ে শুধুমাত্র একমুখী তড়িৎ প্রবাহ দিলেই তবে তা কাজ করে, আর তা না হলে জ্বলে না বা অফ থাকে। যেহেতু এই তড়িৎ বা বিদ্যুৎ এর পরিমাণ একদম সামান্য তাই এটি আমাদের গাড়ির ব্যাটারি থেকেই সরবরাহ করা হয়ে থাকে, যেটা কিনা অবশ্যই Halogen থেকে অনেক কম। বাল্বে মূলত একটি ছোট ফ্যান থাকে যেটা কিনা LED Bulb কে ঠান্ডা রাখার জন্য অল টাইম অনেক দ্রুত(More Than 12,000 RPM) ঘুরতে থাকে। এছাড়া মেটাল বা অ্যালুমিনিয়াম বডি থাকে, LED chip(Heart Of LED) থাকে। আর থাকে LED Headlight Driver Box, যেটা কিনা LED Headlight এর ভোল্ট Stabilization এ সাহায্য করে। এবং এই বিষয়টি LED Headlight অনেক দিন টিকে থাকার জন্য অতি জরুরী ভুমিকা পালন করে।
Q&A:
আমি আবার বিস্তারিত আলোচনা করব, তবে এর আগে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে নেই!
১। সবচেয়ে কমন জিজ্ঞাসা আমার গাড়িতে কি LED Headlight Bulb ইউস করা যাবে? করা গেলেও সেটা কোনটা?
- জি যদি আপনার গাড়িতে হ্যালোজেন বাল্ব এসে থাকে তবে অবশ্যই করা যাবে। তবে কখনওই HID এর বদলে LED Headlight ব্যাবহার করবেন না। কেননা LED Headlight Bulb তার যে কুলিং ফ্যানটা থাকে সেটা সবসময় LED কে ঠান্ডা করতে সাহায্য করে আর আমাদের দেশে বেশিরভাগ HID বাল্ব এর সাথে ডাস্টপ্রুফ কাভার থাকে, তো দেখা যাচ্ছে যে এর বদলে যদি আপনি LED Headlight ইন্সটল করেন তাহলে হিট ঠিকমত বের হতে পারবে না কারণ জায়গাটা আবন্ধ থাকে। তাই LED Headlight অনেক দ্রুত নষ্ট হয়ে যাবা সম্ভাবনা থাকে। সাথে সাথে অতিরিক্ত হিট হলে অনেক মেটারিয়ালস জ্বলে যেতে পারে! আবার HID এর জায়গায় LED ইন্সটল করলে অনেক সময় পারফর্মেন্স আর আগের মত দেয় না যতই ভালো LED হউক না কেন!
তারপর আবার HID এর জায়গায় LED বসালে গাড়ির অরিজিনাল wiring কেটে ফেলতে হয়। ট্রাস্ট মি এই জিনিসটা পরবর্তীতে অনেক সমস্যার সৃষ্টি করে, এমনকি Watt Consumption বেশি হয়ে গেলে গাড়ির ফিউজ নষ্ট হয়ে যায়, অনেক ব্র্যান্ড এর গাড়ি এমন হলে সরাসরি বন্ধ হয়ে যায়। আর টয়োটার মত রিলায়েবল ব্র্যান্ড অনেক ফাংশন অটো অফ করে দেয়। কেন এমনটি বললাম কারণ Watt Consumption এর হিসাবে হ্যালোজেন সবচেয়ে বেশি Watt Consume করে, তারপর LED, তারপর HID। তাই দয়া করে কখনওই HID এর বিকল্পে LED ব্যাবহার করবেন না! আবার আপনার গাড়ি যদি একদম নতুন মডেলের হয়ে থাকে এবং LED এসে থাকে, তাহলে সেটা পুরা সিলড থাকে। তাই আপনি চাইলেও কিছু করতে পারবেন না।
আপনার গাড়িতে যদি আগে থেকেই আফটারমারকেট LED লাগানো থাকে তবে আপনি সেটা চেঞ্জ করে যেকোন সময় অন্য LED লাগাতে পারবেন। এইবার ইতি টানতে যেয়ে এটাই বলতে পারি যে LED হল একদম নতুন টেকনোলজি, এটা ব্যাবহার করলে অবশ্যই আপনার গাড়ির হেডলাইটের আলো নিয়ে কোন সমস্যা হবে না। কেননা এটি HID থেকে পাওয়ারফুল এবং হ্যালোজেন অপেক্ষা প্রায় ৪-৫ গুণ বেশি পাওয়ারফুল হয়ে থাকে।