View Full Version : কপি ট্রেডিং এর সুবিধা এবং অসুবিধা কি?
Starship
2021-07-20, 12:10 AM
অনেক সময় আমরা নিদিষ্ট কোন ব্যক্তিকে ফলো করে ট্রেড করে থাকি। শর্ত শর্ত থাকে একটি নির্দিষ্ট পারসেন্টেন্স এ তাকে দিতে হবে। আবার লস হলে একটা নির্দিষ্ট পারসেন্টেন্স তাহারা দিবে। কিন্তু ঘুরে ফিরে লসের পরিমাণ আপনাকে বেশি থাকে। তারমানে কপি ট্রেড করা মানেই যে প্রফিটই প্রফিট বিষয়টি এমন নয়।
md mehedi hasan
2021-07-20, 07:49 AM
ফরেক্স মার্কেটে কপি ট্রেড বলতে অন্যের সিগন্যাল ব্যবহার করে ট্রেড করাকে বুঝায়।কপি ট্রেড এর সুবিধা আমি একটাই দেখি।যে অন্যকে কপি করে ট্রেড করা এতে ফরেক্স শেখার জন্য জামেলা পোহাতে হবে না।আর এর অসুবিধা অনেক দেখি।আপনি অন্যের সিগন্যাল দেখে ট্রেড করেন যদি সিগন্যাল টি না কাজ করে।তখন কি করবেন।আর আপনি কপি ট্রেড করলে আপনি ফরেক্স শিখতে পারবেন না।অন্যের উপর নির্ভর করে থাকতে হবে।আপনি কি সারা জীবন অন্ধ হয়ে থাকবেন।যদি নিজে ফরেক্স মার্কেটে কিছু করতে চান তাহলে কপি ট্রেড করা বন্ধ করেন।
EmonFX
2021-07-20, 10:55 AM
ফরেক্সে কপি ট্রেডিং মানে অন্যের সিগন্যাল ফলো করে স্বয়ংক্রিয়ভাবে ট্রেড ওপেন এবং ক্লোজ করাকে বুঝায়। এই পদ্ধতিতে আপনার ট্রেডিং একাউন্ট আপনি যার ট্রেডিং কপি করবেন তার একাউন্টের সাথে জুড়ে দেয়া হয়। এর জন্য প্রফিট এর একটা অংশ আপনি যার ট্রেড কপি করবেন তাকে দিতে হয়। তবে আমি কপি ট্রেডিংয়ের সুবিধা থেকে অসুবিধাটাকেই বড় করে দেখছি। কপি ট্রেডিং করে আপনি হয়তো কিছু প্রফিট পাচ্ছেন কিন্তু এতে করে নিজের প্রতিভাকে ধ্বংস করা হচ্ছে। অন্যের ট্রেড কপি না করে যদি নিজের এনালাইসিস ডেভলপ করা যায় তাহলে সেটাই সবথেকে ভালো। তাই আমি মনে করি কপি ট্রেডিং না করে নিজের স্ট্রাটেজিতে ট্রেডিং করাই হবে ওয়াইজ ডিসিশন।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.