View Full Version : অভিজ্ঞ ট্রেডারদের ট্রেড ফলো করুন
Starship
2021-07-20, 04:35 AM
নতুন অবস্থায় আমাদের প্রত্যেকের উচিত অভিজ্ঞ ট্রেডারদের ফলো করে তাদের কাছে থেকে শিখতে হবে ও জানতে হবে তারা কখন ট্রেড নয়? কেন ট্রেড নেয়? কিসের উপর ভিত্তি করে ট্রেড নিয়ে থাকে? এই সকল প্রশ্নের উত্তর আপনাকে জানতে হবে। এই জন্য এই সকল প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্য আপনাকে পর্যাপ্ত সময় দিতে হবে মার্কেট এনালাইসিস করা জানতে হবে। যেকোনো সমস্যায় অভিজ্ঞতা তাঁদের শরণাপন্ন হতে হবে।
md mehedi hasan
2021-07-20, 06:07 AM
ফরেক্স মার্কেটে অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডার খুজে পাওয়া খুবই কঠিন কাজ।আজকাল বাংলাদেশ অনেক ফরেক্স গুরু বের হয়েছে।যারা কিছু টাকার বিনিময়ে আপনাকে ফরেক্স শিখাবে।এমন কি ইউটিউবে অনেকে ভিডিও বানাচ্ছে ফরেক্স বিষয়ে।কিন্তু প্রকৃতপক্ষে এরা আপনাদের কে ধোকা দিচ্ছে।নকলের ভিরে আসল খুজে বের করা কঠিন হয়েপরেছে।সবাই এ রকম আমি সেটা বলবোনা।তবে আপনি কোন অভিজ্ঞতা সম্পন্ন ট্রেডার খুজে না পান তাহলে কিছু ওয়েব সাইটে মাধ্যমে ফরেক্স শিখতে পারেন।এর মধ্যে অন্যতম হলো learn ti trade the market. Com।
EmonFX
2021-07-20, 11:20 AM
আমাদের ট্রেডিংয়ে লস করার কারণগুলো নিয়ে অভিজ্ঞ কোনো ট্রেডারের কাছে আলোচনা করা যেতে পারে। আমাদের লস করার মূল কারণ হলো অনভিজ্ঞ ভাবে ভুল ট্রেড নিয়ে বসা। আসলে আমরা ট্রেডিং এর ক্ষেত্রে যে ভুলটা করি সেটা নিজেরা বুঝতে পারিনা। তাই এ ব্যাপারে যদি অভিজ্ঞ কোনো ট্রেডারের সাথে আলোচনা করা যায় তাহলে তারা সঠিক পরামর্শ ও গাইড লাইন দিতে পারবেন। ফরেক্স মার্কেটে আজ যারা অভিজ্ঞ ট্রেডার তারা একদিন এই অভিজ্ঞতা অর্জন করেননি। তারা দীর্ঘ সময় মার্কেটে থেকে নিজে বারবার ভুল করে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন। তাই তাদের কাছে পরমর্শ করলে তাদের অভিজ্ঞতার আলোকে একটি সঠিক ও সুন্দর নির্দেশনা দিতে পারবেন।
Devdas
2021-08-11, 11:12 PM
ফরেক্স মার্কেট এ আমি যখন নতুন ছিলাম তখন আমি অভিজ্ঞ ট্রেডার এ ফলো করে ফরেক্স এ ট্রেড করতাম। তারপর যখন আমি তার ফরেক্স মার্কেট এ ট্রেড করার দক্ষতা ও অভিজ্ঞতা ফলো করলাম তখন আমি নিজে নিজেই চেষ্টা্ করি, তারপর আমি নিজে নিজে চেষ্টা করি তখন আমার প্রায় ৭০% দক্ষতা কাজে দিয়েছিল। তারপর যখন নিজে নিজেই ভাল দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে ট্রেড করা শুরু করলাম তখণ আমার প্রায় ৯০% সাফলতা অর্জন করি। এখন আমি অনেকটা দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করা ট্রেডার। তাই অভিজ্ঞ ট্রেডারদের ফলো করেও ভাল দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করা যায়।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.