View Full Version : ক্রুড অয়েলে কি ট্রেড করেন আপনি?
Starship
2021-07-22, 05:06 AM
ক্রুড অয়েল সাধারণত একটি রিস্ক পেয়ার। এখানে অনেক সময় মার্কেট মুভমেন্ট এতটাই বেশি হয়ে থাকে যে স্টপ লস না ব্যবহার করার কারণে আপনার ব্যালেন্স নিমিষেই জিরো হতে পারে। তাই অবশ্যই ট্রেড করার ক্ষেত্রে পর্যাপ্ত সময় নিয়ে এনালাইসিস করে ট্রেড করুন। তা না হলে নিজের ব্যালেন্স টিকিয়ে রাখতে কষ্টকর হবে পাশাপাশি কখনোই স্টপ লস ছাড়া ট্রেড করবেন না।
md mehedi hasan
2021-07-22, 05:37 AM
ক্রুড ওয়েলে আমি ট্রেড করিনা।আমি মেজর কারেন্সি ইউরো ইউএসডি ও জিবিপি ইউএসডি এই দুটি পিয়ারে ট্রেড করি।ক্রুড ওয়েলে ট্রেড করতে হলে অনেক ডিপোজিট এর প্রয়োজন।আর এই পিয়ারে ভলালিটি অনেক বেশি থাকে।যা আমাদের মত খুচরা ট্রেডার এর জন্য মেটেও উপযোগী পিয়ার না।তবে এই পিয়ার টি আমি নিয়মিতভাবে দেখি।কারন ভবিষ্যত এই পিয়ার এ আমি ট্রেড করবো।
EmonFX
2021-07-22, 08:07 AM
আমি শুরুর দিকে ক্রুড অয়েলে ট্রেড করতাম এখন আর এই ইন্সট্রুমেন্টে আমি ট্রেড করিনা। এমনকি আমি আমার mt4 ট্রেডিং প্লাটফর্ম থেকেও ক্রুড অয়েল ইন্সট্রুমেন্ট রিমুভ করে দিয়েছি। কেননা আমি অনেকবার ক্রুড অয়েলে ট্রেড করে লস করেছি। ক্রুড অয়েলে ট্রেড করার কারণে দু-একবার মার্জিন কলও খেয়েছি। আমার কাছে মনে হয় ক্রুড সবথেকে আনপ্রেডিক্টেবল, ভোলাটিলিটি ইন্সট্রুমেন্ট। যেটা ছোট ডিপোজিট ধারীদের যেকোনো সময় ব্যালেন্স জিরো করে দিতে পারে। তাই আমি বলবো বিশেষ করে নতুন ট্রেডারদের ক্রুড অয়েল ট্রেডিং থেকে বিরত থাকা উচিত। আর করলেও কোন অবস্থাতেই এস এল ছাড়া ট্রেডিং করা যাবে না। কেননা এটি হঠাৎ হঠাৎ অনেক বড় মুভমেন্ট দেয় যেটা ব্যালেন্স জিরো করে দিতে পারে।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.