PDA

View Full Version : নিস্তব্ধ বান্দরবানের পর্যটন



DhakaFX
2021-07-28, 02:08 PM
14952
এবারের ঈদেও পর্যটক শূন্য পার্বত্য জেলা বান্দরবান। একের পর এক করোনার ঢেউয়ে থেমে গেছে বান্দরবানে ভ্রমণে আসা পর্যটকের কোলাহল। ফলে নিস্তব্ধ হয়ে আছে পাহাড়, নদী আর প্রাকৃতিক সৌন্দর্যময় পর্যটকন্দ্রেগুলো প্রতি বছর ঈদ ও সরকারি ছুটিতে বান্দরবানে উপচে পড়া পর্যটকের ভিড় থাকলেও গত দু’বছর থেকে ভিন্ন চিত্র। এবারের ঈদেও পর্যটক শূন্য পার্বত্য জেলা বান্দরবান।করোনার দ্বিতীয় ঢেউয়ে চলতি বছরের ০১ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে জেলা প্রশাসন। এদিকে প্রশাসনের নিষেধাজ্ঞা আরোপের পর থেকে জেলায় পর্যটকদের আগমন কমে যায়। জেলার পর্যটনকেন্দ্র মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরিসহ বিভিন্ন পর্যটন স্পটগুলোতে প্রতি বছর এই সময়টা পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে থাকলেও করোনা মহামারি বিস্তাররোধে পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় এবং লকডাউন চলার কারণে পর্যটকদের আগমন ঘটেনি জেলায়। প্রতি বছর ঈদের এই সময়ে প্রতিটি পর্যটনকেন্দ্র পর্যটকদের ভিড়ে কয়েকদিন জাঁকজমক হয়ে ওঠে পুরো জেলা কিন্তু চলমান লকডাউন আর পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় এবারের ঈদ অনেকটা মলিন হয়ে গেছে অনেকের কাছে। বান্দরবান জেলা সদরের বাসিন্দা মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, প্রতি বছর কোরবানির ঈদে আমরা পরিবার-পরিজন নিয়ে নীলাচল ও মেঘলা, চিম্বুকসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র ভ্রমণ করি এবং প্রাকৃতিক পরিবেশ উপভোগের পাশাপাশি সারাদিন আনন্দ উদযাপন করি, কিন্তু, করোনার কারণে পর্যটনকেন্দ্র বন্ধ এবং লকডাউন চলার ফলে আমাদের ঈদ আনন্দ অনেকটাই কমে গেছে।