PDA

View Full Version : টোকিও অলিম্পিকের ঘটনাগুলো



BDFOREX TRADER
2021-07-28, 02:34 PM
http://forex-bangla.com/customavatars/861692089.jpg
টোকিও অলিম্পিকে গতকাল চতুর্থ দিন ছিল নাটকীয়তায় ভরা। এদিন ঘটেছে নানা অঘটন। টেনিসের সুপারস্টার নাওমি ওসাকা স্বাগতিকদের আশাহত করে বিদায় নেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকালের সফলতম জিমন্যাস্ট সিমোন বাইলস মানসিক স্বাস্থ্যগত কারণ দেখিয়ে টিম ইভেন্টের ফাইনাল থেকে সরে দাঁড়ান, অলিম্পিকে প্রথমবারের মতো যুক্ত হওয়া সার্ফিংয়ে যুক্তরাষ্ট্রের ক্যারিসা মুর ও ব্রাজিলের ইতালো ফেরেইরার স্বর্ণ জয়ের ইতিহাস এবং আর্চারির ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টের দ্বিতীয় রাউন্ড থেকে বাংলাদেশের তারকা রোমান সানার বিদায়ের মতো ঘটনাবহুল দিন দেখেছে টোকিও। চতুর্থ দিনশেষে ১০টি স্বর্ণসহ ১৮টি পদক নিয়ে তালিকার শীর্ষে স্বাগতিক জাপান। যুক্তরাষ্ট্র ও চীনের অর্জন সমান নয়টি করে স্বর্ণপদক। যদিও মোট পদকের বিবেচনায় যুক্তরাষ্ট্র টেবিলের দুইয়ে ও চীন তিনে অবস্থান করছে। এরপর রাশিয়ান অলিম্পিক কমিটি দল, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া।

DhakaFX
2021-07-29, 01:49 PM
কাল অলিম্পিকে মাঠে নামবেন বাংলাদেশের তিরন্দাজ দিয়া সিদ্দিকী। মেয়েদের রিকার্ভ এককে প্রথম রাউন্ডে দিয়া লড়বেন বেলারুশের কারিনা দিওমিনসকায়ার বিপক্ষে। টোকিওর স্থানীয় সময় বেলা ১১টা ১৪ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ১৪ মিনিট) শুরু হবে দিয়ার খেলা। কাগজে–কলমে দিয়ার চেয়ে অনেক এগিয়ে কারিনা। মেয়েদের রিকার্ভ এককে বিশ্ব র*্যাঙ্কিংয়ে ৩১তম স্থানে কারিনা। আর বিশ্বে দিয়ার অবস্থান ১৫৫তম। আন্তর্জাতিক অঙ্গনে একেবারে অনভিজ্ঞ নীলফামারীর তরুণীর বয়স মাত্র ১৭ বছর। আর কারিনার বয়স ২৬। বাছাইপর্বে দিয়ার সর্বোচ্চ পয়েন্ট ৬৩৪, করেছেন এবারের অলিম্পিকে। আর ২০১৯ সালে কারিনা ৬৬১ পয়েন্ট পেয়েছিলেন, যা এখন পর্যন্ত এই বেলারুশের তিরন্দাজের ক্যারিয়ারের সর্বোচ্চ স্কোর। দুই বছর আগে ইউরোপিয়ান গেমসে মেয়েদের রিকার্ভ দলগত ইভেন্টে রুপা জেতে বেলারুশ। ওই দলের রুপা জয়ে বড় ভূমিকা ছিল কারিনার।
14965