PDA

View Full Version : মার্কেরেটর ফান্ডামেন্টাল এনালাইসিস



BDFOREX TRADER
2021-07-28, 02:48 PM
14953
এনালাইসিস মানে মার্কেট পর্যোবেক্ষন করা, আর একটি দেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি ইত্যাদি প্রেক্ষাপট বিচার বিশ্লেষন করে সে দেশের অথনৈতিক অবস্থান সম্পর্কে ধারনা পোষন করাকে ফান্ডামেন্টাল এনালাইসিস বলে। আরও সহজভাবে বলতে গেলে অর্থনৈতিক, সামাজিক অথবা রাজনৈতিক ইত্যাদির ওপর ভিত্তি করে যে এনালাইসিস করা হয় তাই ফান্ডামেন্টাল এনালাইসিস বলে। ফরেক্স মার্কেটকে ফান্ডামেন্টাল এনালাইসিস অনেক গুরুত্ব বহন করে কারন ফান্ডামেন্টাল নিউজ ইভেন্টগুলো হল মার্কেটের প্রাইস মুভমেন্টের প্রধান চালিকা শক্তি। ফান্ডামেন্টাল এনালাইসিসে আপনাকে লক্ষ্য করতে হবে; কোন দেশের অর্থনীতি ভাল করছে এবং কোন দেশের অর্থনীতি খারাপ দিকে যাচ্ছে। বেকারত্বের ,gdp উৎপাদন রেট, কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার সংক্রান্ত মিটিং ইত্যাদি বিভিন্নধরনের ইকোনমিক ইন্ডিকেটর ফান্ডামেন্টাল এনালাইসিসে অনেক গুরুত্ব বহন করে। যে দেশের ইকোনমিক ইন্ডিকেটরগুলো থেকে প্রাপ্ত নিউজগুলোর ফলাফল যত বেশে পজেটিভ, সে দেশের অর্থনৈতিক অবস্থান ততো বেশি শক্তিশালী এবং যে দেশের অর্থনৈতিক অবস্থান যত বেশি শক্তিশালী সে দেশের ;কারেন্সি বা মুদ্রার মান ততো বাড়বে। অর্থনীতি ভালো হলে বিদেশি বিনীয়োগকারিরা বিনীয়োগ করতে আগ্রহী হবে এবং বিনীয়োগকারিদের; সেই দেশের মুদ্রা কিনতে হবে ফলে দেশটির কারেন্সির ভ্যালু আরো বৃদ্ধি পাবে

Starship
2021-07-28, 10:04 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ফান্ডামেন্টাল এনালাইসিস মার্কেট মোবাইল গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে থাকে। কোন দেশে জীবন যাপন রাজনীতিক অবস্থা এবং অর্থনৈতিক চালিকা শক্তির উপর নির্ভর করে ফান্ডামেন্টাল এনালাইসিস করা হয়। যে দেশের জীবনযাত্রার মান যত বেশি সে দেশের অর্থনৈতিক উন্নয়ন তত বেশি আর এজন্য আমাদেরকে ফান্ডামেন্টাল এনালাইসিস সম্পর্কে পর্যাপ্ত পরিমাণে জ্ঞান সঞ্চয় করতে হবে। যাতে করে আমরা এটাকে পুঁজি করে যথাযথ ট্রেড সিদ্ধান্ত নেওয়া যায়।