PDA

View Full Version : করোনাকালীন সময়ে মার্কেট এর প্রভাব ও অবস্থা কেমন হচ্ছে?



Devdas
2021-07-31, 09:59 PM
আমার অভিজ্ঞতায় আমি খেয়াল করে দেখছি যে ফরেক্স মার্কেট প্রায় ১ বছর আগের তুলনায় বর্তমান বছর এ মার্কেট এর গতি তেমন ভাবে মুভমেন্ট করছে না। অনেক ট্রেডারগন ফরেক্স এ বিভিন্ন পেয়ার ব্যবহার করে থাকেন। আপনাদের কাছে থেকে জানতে চাই যে মার্কেট কী আগের তুলনায় বেড়েছে নাকি কমেছে নাকি স্বাভাবিক আছে?

Sakib42
2021-07-31, 10:38 PM
করোনার জন্য মার্কেটে অনেক প্রভাব পড়ছে। আসলে অনেক ট্রেডাররা সঠিকভাবে এনালাইসিস করতে পারছে না এবং সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা গত বছর দেখেছিলাম যে সবকিছুর দাম কিভাবে কমে গিয়েছিল করোনার ক্ষতিকারক প্রভাব এর জন্য কিন্তু বিশ্ব আস্তে আস্তে সুস্থ হয়েছে যার ফলে পুনরায় দাম আবার তার পূর্বের জায়গায় ফিরে গিয়েছে। এখনো বিশ্ব পুরোপুরিভাবে সুস্থ হয়নি যার ফলে প্রাইস একেক সময় একেক রকম মুভমেন্ট দিচ্ছে। হঠাৎ করেই মার্কেটের মূল্য বৃদ্ধি পাচ্ছে আবার হঠাৎ করেই করোনার প্রভাব এর মার্কেটের মূল্য হ্রাস করছে যার কারণে ট্রেডার গণ সমস্যার সম্মুখীন হচ্ছে। মার্কেটের আগের অবস্থায় থেকে বর্তমানের অবস্থান বেশ কিছুটা দূরে রয়েছে যখন পুরো বিশ্ব সুস্থ হয়ে উঠবে তখন মূল্য পুনরায় স্বাভাবিক হয়ে উঠবে।